নতুন দিল্লি, ২১ জানুয়ারি: গ্রেপ্তারির পর এবার জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দাভিন্দর সিংয়ের (Davinder Singh) মেডেল ও শংসাপত্র কেড়ে নেওয়া হল। যেগুলি তিনি ডিজিপির থেকে পেয়েছিলেন। জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১১ জানুয়ারি দাভিন্দর সিংকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে হিজবুলের শীর্ষনেতা নাভিদ বাবু-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সঙ্গেই ছিলেন দাভিন্দর সিং। গ্রেপ্তারির পাশাপাশি ধৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। জাতীয় সড়কে গাড়িতে করে কাজিপুর যাচ্ছিল দলটি, সেই সময়ই পুলিশ তাদের হাতেনাতে পাকড়াও করে।
গত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিনই কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দাভিন্দর সিংকে প্রেস্টিজিয়াস প্রেসিডেন্ট পুলিশ মেডেল দেওয়া হয়। যদিও জম্মু কাশ্মীর পুলিশের তরফে তা অস্বীকার করা হয়েছে। এক টুইটবার্তায় দাবি করা হয়েছে ২০১৯-এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও পুরস্কার পাননি দাভিন্দর সিং। তবে ২০১৮-র স্বাধীনতা দিবের অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের তরফে তাঁকে বীরের পদক দিয়ে সম্মানিত করা হয়েছিল। ১৪ আগস্ট ২০১৮-তে তিনি জম্মু কাশ্মীর পুলিশের তরফে শের-ই-কাশ্মীর মেডেল দেওয়া হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাভিন্দর সিংয়ের অভিযোগ, হিজবুল নেতা নাভিদ বাবু তাঁকে জোর করে জম্মু নিয়ে গিয়ে সেখান থেকে পাকিস্তানে পাঠানোর চেষ্টা করছিল। ইতিমধ্যেই বিভিন্ন তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। হিজবুল মুজাহিদিন-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে দাভিন্দর সিংয়ের সম্পর্ক কতটা রয়েছে তা জানতে খুব শিগগির এনআইএ-র আধিকারিকরা তাঁকে জেরা করবেন। আরও পড়ুন- Surat Fire: সাত সকালেই ভয়াবহ আগুনের গ্রাসে সুরাটের রঘুবীর মার্কেট, ঘটনাস্থলে দমকলের ৫৬টি ইঞ্জিন
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দাভিন্দর সিংয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে। দাভিন্দর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, শ্রীনগরের বাড়িতে তিন হিজবুল জঙ্গিকে আশ্রয় দিয়েছিলেন কাশ্মীর পুলিশের এই ডিএসপি।