Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পরকীয়া সন্দেহে স্ত্রী (Wife)ও মেয়েদের (Daughters) অ্যাসিড (Acid)ছুড়ে মারলেন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। পলাতক অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, দুই মেয়েকে নিয়ে টিকরি গ্রামে ভাড়া থাকতেন রামগুঞ্জ নামে এক মহিলা। কর্মসূত্রে স্বামী থাকতেন হারদোইতে। ধৃত স্বামীর নাম রাম গোপাল। অভিযোগ, আচমকাই শুক্রবার রাতে বাড়ি ফিরে স্ত্রী ও দুই কন্যাকে আক্রমণ করেন তিনি। দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

স্ত্রী ও দুই কন্যাকে আক্রমণ যুবকের

এই ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিল না রাম গোপালের ছেলে আশু। বন্ধুর বাড়িতে খেলছিল সে। বাড়ি ফিরে এই ঘটনা দেখে প্রতিবেশীদের জানায় সে। এরপর আশঙ্কাজনক অবস্থায় রামগুঞ্জ ও তাঁর দুই কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মা ও দুই মেয়ে। আশু পুলিশকে জানিয়েচে, তার বাবা মদে আসক্ত। মদের নেশায় একে-একে জমিবাড়ি সব বেচে দিয়েছেন তিনি। তাই বাধ্য হয়ে তার দুই দিদি ও তাকে নিয়ে টিকরি গ্রামে চলে আসেন রামগুঞ্জ। কিন্তু নানাভাবে তাঁদের বিরক্ত করতে থাকেন রামগোপাল নামে ওই যুবক। রামগুঞ্জকে সন্দেহ করতে শুরু করে রামগোপাল। সেই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই বচসা বাঁধত। সেই বচসার জেরেই এই আক্রমণ বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এই ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন রাম গোপাল। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

সন্দেহের বশে স্ত্রী ও দুই কন্যাকে অ্যাসিড ছুড়ল যুবক