India Pakistan Flag (Photo Credit: PTI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানা (Pahalgam Terror Attack) পরবর্তী ভারত-পাক সংঘাতের (India Pakistan Ceasefire) আবহে জোরদার করা হয়েছে পঞ্জাবসহ (Punjab) হরিয়ানার (Haryana) নিরাপত্তা। সীমান্ত (Border) এলাকায় মোতায়েন অতিরিক্ত নিরাপত্তাবাহিনী। এরই মাঝে হরিয়ানা থেকে পাক গুপ্তচর সন্দেহে আটক এক ব্যাক্তি। মঙ্গলবার হরিয়ানার পানিপথ জেলা থেকে এক ব্যক্তিএ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই যুবকের নাম ইলাহি। বয়স ২৪। উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা। পানিপথে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ইলাহি। তাঁর আচরণে সন্দেহজনক কিছু পাওয়ায় তাঁকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোন। খতিয়ে দেখা হচ্ছে কল রেকরড-সহ অন্যান্য জিনিস।

পাকিস্তানের সঙ্গে যোগ, পানিপথ থেকে আটক তরুণ

এই ঘটনায় পানিপথের অতিরিক্ত এসপি পুলিশ সুপার গঙ্গা রাম পুনিয়া বলেন, "পাক গুপ্তচর সন্দেহে ইলাহি নামে এক যুবককে আটক করা হয়েছে। পাকিস্তানের কিছু লোকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। বেশকিছু সংবেদনশীল তথ্য সরবরাহ করা হচ্ছিল পাকিস্তানে, এমনটাই সন্দেহ। এই ব্যাক্তির মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে তাই বাকি বিষয়গুলি তাই এখন বলা সম্ভব নয়।"

পাকিস্তানে তথ্য সরবরাহ, হরিয়ানা থেকে পাক গুপ্তচর সন্দেহে আটক ১