নয়া দিল্লি, ৭ অগাস্ট: সুষমা স্বরাজের (Sushma Swaraj) মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। আজ দুপুর ৩টায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাতে তাঁর দেহ AIIMS থেকে তাঁর বাসভবনে আনা হয়। সকাল ১১টা পর্যন্ত সুষমা স্বরাজের দেহ বাসভবনে থাকার পর, দুপুর ১২টা পর্যন্ত তাঁর মরদেহ বিজেপি-র সদর দফতরে শায়িত থাকবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লালকৃষ্ণ আদবানী থেকে অমিত শাহ, রাহুল গান্ধী। দেশের শীর্ষনেতারা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেন। আরও পড়ুন-মৃত্যুর ঠিক আগে এটাই ছিল সুষমা স্বরাজের শেষ টুইট, আবেগঘন টুইটটা দেখলে মন খারাপ হয়ে যাবে
Delhi: BJP national working president JP Nadda pays last respect to former External Affairs Minister & BJP leader #SushmaSwaraj, at her residence. She passed away last night due to cardiac arrest. pic.twitter.com/h0K5FGxbYP
— ANI (@ANI) August 7, 2019
শুধু নেতা-মন্ত্রীরা নন দেশের ক্রিকেট মহল থেকে বলিউড। এদিকে, গতকালে রাতে সুষমা স্বরাজকে অসুস্থ অবস্থায় AIIMS-আনার পর ডাক্তাররা মরিয়া চেষ্টা করেন। ৭০ মিনিট ধরে ডাক্তাররা নানাভাবে সুষমাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু শেষ অবধি কোনও চেষ্টাই কাজে দেয়নি। রাত ১০.৫০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
Delhi CM Arvind Kejriwal and Deputy CM Manish Sisodia pay last respects to former External Affairs Minister and Bharatiya Janata Party leader Sushma Swaraj, at her residence in Delhi. pic.twitter.com/Esyqe37zM0
— ANI (@ANI) August 7, 2019
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ। গুরুতর অসুস্থ অবস্থায় আধঘণ্টা আগেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। চলতি বছরে লোকসভা নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলেও শ্রীমতী স্বরাজকে কিন্তু দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রীসভায় দেখা যায়নি।
Prime Minister Narendra Modi to pay last respect to former External Affairs Minister and BJP leader #SushmaSwaraj at her residence, shortly. He will later attend her last rites in the evening. (file pics) pic.twitter.com/V2NQViEByo
— ANI (@ANI) August 7, 2019
তিনি আগেভাগেই দায়িত্ব থেকে অবসর চেয়ে নিয়েছিলেন। এনিয়ে নানরকম গুঞ্জন উঠলেও তাতে পাত্তা দেননি। তবে শ্রীমতী স্বরাজ একা নন দ্বিতীয় মোদি সরকারের জমানায় মন্ত্রীত্বের দাবিদার হতে চাননি প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিও।