Rhea Chakraborty and Bihar DGP Gupteshwar (Photo Credits: ANI/Instagram)

পটনা, ১৯ অগাস্ট: সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহার সরকার সিবিআই সিবিআই তদন্তের সুপারিশে সক্ষম। মহারাষ্ট্র সরকারকে নির্দেশ পালন করতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। ৩৫ পাতার রায়ে মুম্বই পুলিশকে তদন্তের সব তথ্য সিবিআই-র হাতে তথ্য তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এদিকে রায় আসার পরই শুরু হয়েছে মন্তব্য পাল্টা মন্তব্য। তালিকায় যোগ হয়েছেন বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে (DGP Gupteshwar Pandey)। তিনি বলেন, "রায়ে আমি খুব খুশি। সুপ্রিম কোর্টের রায় আদালতের প্রতি লোকজনের আস্থা আরও শক্তিশালী করেছে এবং ন্যায়বিচারের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে ... আজকের রায় প্রমাণ করেছে যে বিহার পুলিশ সঠিক ছিল। মুম্বই পুলিশ যেভাবে আচরণ করেছিল তা অবৈধ ছিল।" আরও পড়ুন: Sushant Singh Rajput Death Probe: অবশেষে সুপ্রিম নির্দেশ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই

এরপরই তিনি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, বিহারের মুখ্যমন্ত্রীর বিষয়ে কথা বলার যোগ্যতা রিয়া চক্রবর্তীর নেই। গুপ্তেশ্বর পান্ডে বলেন, "রিয়া চক্রবর্তী কেউ নন, বিহারের মুখ্যমন্ত্রীর বিষয়ে কথা বলার যোগ্যতা তাঁর নেই।"

এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং বলেন, "আমরা রায়ের কপি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। রায়ের কপি পাঠাতে আমরা সুপ্রীম কোর্টে আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি।"