শনিবার দুপুরে সুরাটের শচীন পালি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছ'তলা ভবন। দুপুর পেরিয়ে রাত হলেও এখনও অনেকেই আটকে পড়ে রয়েছে ধ্বংসস্তুপের নীচে। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফের সদস্যরা। পাশাপাশি দমকলের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশসূত্রে খবর, এখনও ৩-৪ জন আটকে রয়েছে। তবে এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থীতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রের খবর।

এদিকে ঘটনাস্থলে আসেন সুরাটের কালেক্টর সৌরভ পারধি। তিনি এসে বলেন, দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই ভবনটি। এটি ভেঙে পড়ার কারণে ৪-৫ জন এখনও আটকে রয়েছে। পুলিশসহ বাকি উদ্ধারকারী দল ধ্বংসস্তুপ সরানোর কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই আটকে থাকা লোকজনদের উদ্ধার করা হবে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি আপাতত বিপদমুক্ত রয়েছেন।

শচীন পালি এলাকার এই ছয়তলা বিল্ডিংয়ে ৩০টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ৩-৪টিতে লোকজন থাকতেন। তবে সকালের দিকে অনেকেই বেরিয়ে গিয়েছিলেন। বিশেষ করে পরিবারের ছেলেরা ছিলেন না বলেই জানা যাচ্ছে। তাই বেশিরভাগ মহিলা আটকে পড়েছিলেন বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।