Jagannath Puri Rath Yatra 2020:  পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট
পুরীর রথ। (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৮ জুন: পুরীর রথযাত্রায় (Puri Rath Yatra 2020) স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৩ জুন রথযাত্রা উৎসব ছিল। যদিও করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এবছর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট বলেছে, জনস্বাস্থ্য ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে, ওড়িশার পুরীতে এই বছর রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। আমরা যদি এই বছর রথযাত্রায় এত বিশাল সমাবেশের অনুমতি দিই, তবে ভগবান জগন্নাথদেব (Jagannath) আমাদের ক্ষমা করবেন না। মহামারী চলাকালীন এত বিশাল জমায়েত হতে পারে না। আরও পড়ুন: Rathayatra of Mahesh 2020: করোনার কারণে এবছর বন্ধ থাকছে হুগলির মাহেশের রথযাত্রা

এর আগে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হুগলির মাহেশের রথযাত্রাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই বছরের মতো। কারণ এই মুহূর্তে বড় উৎসব করার অনুমতি দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। সেই কথা মাথায় রেখেই করোনা আবহে হুগলির মাহেশে রথযাত্রা উৎসব না পালন করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এবছর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির ট্রাস্ট কমিটি।