নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: বিধায়ক সহ জোড়া খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন সাংসদ প্রভুনাথ সিং (Prabhunath Singh)-কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। ১৯৯৫ সালে জোড়া খুনের মামলায় বিহারের মহারাজগঞ্জের চারবারের জেডি (ইউ) ও আরজেডি-র প্রাক্তন সাংসদ-কে যাবজ্জীবনের সাজা শুনিয়ে ভর্তসনা করল দেশের শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে অশোক সিং নামের এক বিধায়ক সহ দু জনকে খুনের দায়ে হাজারিবাগ হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল। সেই সাজাকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান আরজেডি-র প্রাক্তন সাংসদ। কিন্তু সুপ্রিম রায় তার সাজা বহাল রাখল। আরও পড়ুন-এক দেশ এক ভোট নিয়ে কমিটি গঠন কেন্দ্রের, নেতৃত্বে রামনাথ কোবিন্দ
দেখুন টুইট
#SupremeCourt sentences former Lok Sabha MP from Bihar Prabhunath Singh to life imprisonment in 1995 double murder case. pic.twitter.com/p1ITI3NXbZ
— All India Radio News (@airnewsalerts) September 1, 2023
২০০৪ ও ২০০৯ লোকসভা নির্বাচনে প্রভুনাথ সিং জনতা দল (ইউনাইটেড)-র হয়ে সাংসদ হন। এরপর নীতীশের শিবির ছেড়ে লালুপ্রসাদ যাদবের আরজেডি-তে যোগ দিয়ে ২০১৩ লোকসভার উপনির্বাচনে তিনি জেতেন। নির্দল প্রার্থী হয়ে জিতে তাঁর রাজনীতিতে প্রবেশ।