ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। কখনও তিন তালাক বা কখনও ৩৭০ ধারার বিলুপ্তি রয়েছে এর মধ্যে। সামনেই লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে এক দেশ এক ভোট নিয়ে বিতর্ক উস্কে দিল বিজেপি নেতৃত্বধীন কেন্দ্রীয় সরকার।
এক দেশ এক ভোট নিয়ে এবার আলোচনা হতে চলেছে সংসদে। এবিষয়ে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, "এখনও পর্যন্ত একটি কমিটি গঠন করা হয়েছে।সেই কমিটির রিপোর্ট আসবে এবং তা আলোচনা করা হবে।সংসদ এখন অনেক পরিণত এবং এই বিষয়ে আলোচনা হবে।এখানে আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই।ভারতবর্ষকে গণতন্ত্রের মা বলা হয়।এখানে পরিবর্তন হয়।সংসদের বিশেষ সেশনে এই বিষয় নিয়ে আলোচনা হবে।"
সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই সংসদে এক দেশ এক ভোট নিয়ে আলোচনা সারতে চায় কেন্দ্রীয় সরকার।যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত কয়েক বছর ধরে বলে আসছিলেন। এক দেশ এক ভোট নিয়ে ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই কমিটির রিপোর্ট জমা পড়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
সেপ্টেমবরের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে জানা গেছে। এছাড়া নতুন এই অধিবেশনটি সম্প্রতি তৈরি হওয়া নতুন ভবনে হবে বলে জানা যাচ্ছে। ২৮ মে ২০২৩ পার্লামেন্টের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | On 'One nation, One election', Union Parliamentary Affairs Minsiter Pralhad Joshi says "Right now, a committee has been constituted. A report of the committee will come out which be discussed. The Parliament is mature, and discussions will take place, there is no need to… pic.twitter.com/iITyAacPBq
— ANI (@ANI) September 1, 2023
The Central government announced the setting up of a high-level panel to study the proposal of 'one nation, one election'. Former president #RamNathKovind will head the panel and submit a report on the proposal.
The move comes a day after the government announced a special… pic.twitter.com/VJ3AGUNWgi
— IANS (@ians_india) September 1, 2023