Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলির উপর আজও শুনানি হল না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫ (Waqf Amendment Act 2025)-এর সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী ২০ মে।

সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ২০ মে বিবেচনা করবে যে ওয়াকফ নিয়ে তিনটি বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশের প্রয়োজন কিনা। এর আগে গত ৫ মে মামলাটির শুনানি করার কথা ছিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার, কিন্তু সে দিন মামলাটি শোনেননি তিনি। গত শুনানির দিন বিচারপতি খন্না জানিয়েছিলেন, তিনি বিচারপতি গবইয়ের বেঞ্চে মামলাটি পাঠাচ্ছেন। আরও পড়ুন: TMC MLA Tapas Saha Dies: স্ট্রোকের পর ব্রেন ডেথ, প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

বর্তমান প্রধান বিচারপতি বি. আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আইনের বৈধতা চ্যালেঞ্জকারীদের পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল এবং কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আগামী সোমবারের মধ্যে তাঁদের লিখিত নোট জমা দিতে বলেছে।