Supreme Court Notice to Centre: করোনা পরিস্থিতিতে কেন্দ্রকে 'জাতীয় পরিকল্পনা' নেওয়ার কড়া নির্দেশে নোটিস সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২২ এপ্রিল: দেশে ক্রমবর্ধমান করোনা (COVID-19) আবহে দেশে অক্সিজেন সরবরাহ এবং টিকাকরণের জন্য কেন্দ্রকে (Central Government) 'জাতীয় পরিকল্পনা' নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্ৰমণ। এর মধ্যে অক্সিজেন এবং টিকা নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিক কেন্দ্র, নোটিস দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তিন জন বিচারপতির বেঞ্চের প্রধান বিচারপতি এসএ বোবদে জানান,"আমাদের ৪টি বিষয় মাথায় রাখা দরকার, অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা। এই অবস্থা ‘জাতীয় জরুরি অবস্থার’ সমান।" সলিসিটর জেনারেল তুষার মেহতাকে 'জাতীয় পরিকল্পনা' যাতে নেওয়া হয় সেই সংক্রান্ত রিপোর্ট প্রদান করতে বলেন। রাজ্যগুলিতে লকডাউনের নির্দেশ কে নেবে? হাইকোর্ট কি নির্দেশ নিতে পারে? প্রশ্ন সর্বোচ্চ আদালতের। আরও পড়ুন, করোনাকালে ভোটের প্রচার, কমিশনের পদক্ষেপে তীব্র অসন্তোষ কলকাতা হাইকোর্টের

চার রাজ্যে দিল্লি, বম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা ও ইলাহাবাদ হাইকোর্টে মামলা চলছে। বর্তমানে এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই সুপ্রিম কোর্টও এই ঘটনায় পদক্ষেপ করবে। আগামীকাল সর্বোচ্চ আদালত এ বিষয়ে শুনানি করবে বলেও জানান প্রধান বিচারপতি।