নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি: ধর্মী ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ গত ১ জানুয়ারি গ্রেপ্তার হন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনওয়ার ফারুকি। আজ শুক্রবার তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিমকোর্ট। এর আগে মুনওয়ার ফারুকির (Munawar Faruqui) জামিন খারিজ করে দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভারতীয় দণ্ডবিধির ৪১ ধারা অনুযায়ী সঠিক পদ্ধতিতে মুনওয়ার ফারুকিকে গ্রেপ্তার করা হয়নি মধ্যপ্রদেশ পুলিশ। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে দাখিল হওয়া প্রোডাকশন ওয়ারেন্টের ওপরও স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত। গতমাসে মধ্যপ্রদেশের উচ্চ আদালত মুনাওয়ারের জামিন খারিজ করতে গিয়ে জানায়, স্ট্যান্ড আপ কমেডি শোতে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে প্রমাণিত হয় কৌতুকের আড়ালে সংগঠিতভাবে এই কাজ করা হয়েছে। আরও পড়ুন-Farmers' Protest: ট্রোলিংয়ে ভুলছেন না, শত্রুর মুখে ছাই দিয়ে আন্দোলনরত কৃষকদের পাশেই মিয়া খালিফা, মিনা হ্যারিস ও গ্রেটা থুনবার্গ
হিন্দু দেবদেবীদের নিয়ে "নোংরা এবং অশালীন কৌতুক" করার অভিযোগ ওঠে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ। বিজেপির বিধায়ক একলব্য সিংহ গৌরের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ২৯ বছর বয়সী ফারুকিকে। ইন্দোর থেকে মুনাওয়ার সহ আরও ৫ কৌতুক শিল্পীকে গ্রেপ্তার করা হয়। ফারুকির আইনজীবী আদালতে বলেছিলেন, ঘটনার দিন ওই শোতে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু কোনও অশালীন জোকস বলেননি তিনি। যদিও বিচারপতি রোহিত আর্য বলেছিলেন, অভিযোগকারীর অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য-সহ শোয়ের ভিডিও দেখার পর অভিযুক্তের আবেদন মানা যাচ্ছে না।