ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি: কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় চলতে থাকা কৃষক আন্দোলন শুধু দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, এমন নয়। আন্তর্জাতিক স্তরেও বিরাট প্রভাব ফেলেছে দিল্লির তিন সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলন। জিম কোস্টা, রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফা-র মতো ব্যক্তিত্বরা আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রকের বিরাগভাজন হয়েছেন তাঁরা। গ্রেটার থুনবার্গের (Greta Thunberg) বিরুদ্ধে এফআইআর দায়ের কেরছে দিল্লি পুলিশ। লতা মঙ্গেশকর, বিরাট কোহলি. শচিন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্ব কেন্দ্রের সমর্থনে রিহানাদের বিরুদ্ধে মুখ খুলে প্রমাণ করতে চেয়েছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের নাক গলানোর দরকার নেই। আরও পড়ুন-RBI Monetary Policy: করোনার কাঁটা, কেন্দ্রীয় বাজেটের পরেও রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক
I still #StandWithFarmers and support their peaceful protest.
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest
— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
I won’t be intimidated, and I won’t be silenced.
— Meena Harris (@meenaharris) February 4, 2021
Confirming I have in fact regained consciousness, and would like to thank you for your concern, albeit unnecessary. Still standing with the farmers, though ♥️ pic.twitter.com/ttZnYeVLRP
— Mia K. (@miakhalifa) February 4, 2021
ইতিমধ্যেই ভারতের বিজেপি সমর্থকরা গ্রেটার ছবি পুড়িয়ে ক্ষোভ প্রদর্শন করেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তো অব্যাহত। এতকিছুর পরেও আন্দোলনরত কৃষকদের সমর্থন থেকে সরছেন না রিহানা, মিয়া ও গ্রেটা থুনবার্গ। বুধবার ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খোলার পর থেকে ট্রোলড হয়েই চলেছেন মিয়া খালিফা। মুসলিম হয়েও তিনি কী করে একজন পর্নস্টার হলেন তানিয়ে নেটিজেনদের দুশ্চিন্তার শেষ নেই। এর উত্তর দিতে কালক্ষেপ করেননি মিয়া। বলেছেন, “আমি আমার বিষয়ে সচেতন। আপনার আমার জন্য ভাবছেন তাই ধন্যবাদ। এরপরেও আন্দোলনরত কৃষকদেরই সমর্থন করব।” একইভাবে আন্দোলনরত কৃষকদের সমর্থনে মুখ খুলেছেন মিনা হ্যারিস। তিনি বলেন, “আমাকে ভয় দেখানো যাবে না। আমি চুপ করে থাকব না।” আরও পড়ুন-
মিয়া খালিফার টুইট প্রকাশ্যে আসার পরেই মার্কিন পপ তারকা রিহানা ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুন বার্গ বিজেপি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে শুরু হওয়া কৃষক আন্দোলনের সমর্থনে টুইটারে সরব হয়েছেন। রিহানা ও গ্রেটা থুনবার্গের টুইটের প্রত্যুত্তোরে বিদেশমন্ত্রকের তরফে লেখা হল, “দুর্ভাগ্যজনক”।