নতুন দিল্লি, ১৩ সেপ্টেম্বর: বড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ৬ মাস পর জামিন পেলেন কেজরিওয়াল। ১০ লক্ষের ব্যক্তিগত বন্ড ও প্রকাশ্য কোনও কথা বলতে পারবেন না। এমন সব শর্তে জামিন দেওয়া হল কেজরিওয়ালকে।
চলতি বছর ১৩ এপ্রিল কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। লোকসভা ভোটর মুখে কেজরিওয়ালের গ্রেফতারি গোটা দেশে ঝড় তুলেছিল। ভোট প্রচারের জন্য কয়েকটি দিন প্রচারের জন্য জামিন দেওয়া হয়েছিল কেজরিকে। কিন্তু ভোট মেটার পর ফের কেজরিওয়ালকে জেলে ফিরতে হয়।
কেজরির গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের অতি-সক্রিয়তাকে ঘুরিয়ে তোপ দাগে দেশের শীর্ষ আদালত। কেজরিওয়ালকে জামিন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া মনে করিয়ে দেন, জামিন হল নিয়ম, জেল ব্যতিক্রম। (Bail is the rule, jail an exception)। আরও পড়ুন-আফগানিকে গুলি দিল্লিতে, লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ দুষ্কৃতীর ভিডিয়োতে চমকে উঠবেন
কেজরিওয়ালের জামিন মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে কড়া বার্তা দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বললেন, সিবিআই-কে নিশ্চিত করতে হবে তাদের নিয়ে 'খাঁচাবন্দি তোতাপাখি' নিয়ে ধারনা আছে, সেটাকে ঝেরে ফেলতে হবে। সিবিআই-কে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে।
জামিন পেলেন কেজরিওয়াল
BREAKING 🚨
EXCISE POLICY CASE CRUMBLES
Supreme Court GRANTS BAIL to Delhi CM Arvind Kejriwal in the CBI investigation into the Excise Policy case.
He had earlier secured bail in the related ED case. pic.twitter.com/0iQqQPXroD
— Jitender Singh (@jitenderkhalsa) September 13, 2024
কেজরিওয়াল-কে জামিনের নির্দেশর বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া মুলত দুটি কারণ দেন। ১) দ্রুত বিচার, ২) স্বাধীনতা। ট্রায়াল কোর্ট মুখ্যমন্ত্রী কেজরিওয়াল-কে জামিন দেওয়ার পরই সিবিআই সক্রিয় হয়, ২২ মাস ধরে তাঁকে গ্রেফতারের জন্য তেমন কিছু করেনি। এমন কথাই জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া।