নয়াদিল্লি: অবশেষে ২০১৮ সালে দায়ের হওয়া খুনের মামলায় স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতের রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Home) ও বিজেপি সাংসদ (BJP MP) নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। শুক্রবার এই মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ (interim protection) দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিষ্কার জানিয়ে দিল পশ্চিমবঙ্গের (West Bengal) কোচবিহারে (Cooch Behar) দায়ের হওয়া খুনের মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ (coercive action) নেওয়া যাবে না। আরও পড়ুন: Indian Air Force An-32 Aircraft: সাত বছর আগে বায়ুসেনার নিখোঁজ চপারের খোঁজ বঙ্গোপসাগরের তলদেশে
সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম. ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের বেঞ্চ রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে যে যতক্ষণ না নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদনের (anticipatory bail application) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চে শুনানি না করা হয় ততক্ষণ তাঁকে গ্রেফতার করা যাবে না। বলা হয়েছে যে প্রামাণিকের আবেদন ২২ জানুয়ারি হাইকোর্টে তালিকাভুক্ত করা হবে এবং একই দিনে শুনানি ও নিষ্পত্তি করা হবে। আরও পড়ুন: Modi in Maharashtra: মহারাষ্ট্র সফরে গিয়ে বিশেষ উদ্যোগ, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে 'নমো মহিলা সশক্তিকরণ অভিযান' চালু মোদীর
#SupremeCourt granted interim protection to Union Minister of State for Home and #BJP MP #NisithPramanik against any coercive action in connection with a 2018 attempt to murder case lodged in #WestBengal’s Cooch Behar.
A bench of Justices Bela M. Trivedi and Pankaj Mithal… pic.twitter.com/0Pf7bcj07X
— IANS (@ians_india) January 12, 2024