মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটতে বাধ্য় করে যৌন নির্যাতনের মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত, মণিপুরের ডিজি (Director General of Police )-কে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল। শুক্রবার দুপুর ২টোর মধ্যে মণিপুরের ডিজি-কে সুপ্রিম কোর্টে সশরীরে হাজির নির্দেশ দেওয়া হয়েছে। মণিপুরের মহিলাদের যৌন হেনস্থা মামলায় তদন্ত বেশী ধীর গতিতে হচ্ছে বলে বিরক্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত।
মণিপুরে নারীদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। প্রশাসনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট জানায়, মে মাসের ৪ তারিখে ঘটনা ঘটার পর কেন ১৮ তারিখে এফআইআর রেজিস্ট্রার করা হল। যখন বিষয়টি জানা গেল যে মহিলাদেরকে নগ্নভাবে হাটিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তখন কি করছিল পুলিশ? এই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
দেখুন টুইট
#BREAKING Supreme Court directs the Director General of Police of Manipur to be personally present before the Court on Friday at 2PM.
Court calls the investigation "tardy".#SupremeCourt #Manipur
— Live Law (@LiveLawIndia) August 1, 2023
মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে যেভাবে তাঁদের উপর যৌন হেনস্থা চালানো হয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে এবার মুখ খুলেছিলেন সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড়।
চন্দ্রচূড় বলেছিলেন, মণিপুরের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেটিই যে একমাত্র ঘটনা, তা নয়। এমন অনেক ঘটনা রয়েছে, যেখানে মহিলাদের উপর হামলা বা তাঁদের হয়রানি করা হয়। তাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মহিলাদের প্রতি যে অত্যাচার হয়, সেই সহিংসতার বৃহত্তর ইস্যু দেখার জন্য একটি মেকানিজম তৈরি করতে হবে। সেই প্রক্রিয়ায় নিশ্চিত করা উচিত যে এই ধরনের সমস্ত ক্ষেত্রে যাতে যত্ন নেওয়া হয় এবং তা খুঁটিয়ে দেখা হয়।