রাহুল গান্ধি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ নভেম্বর: রাফাল (Rafale) বিমান কেনায় দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে বিরোধীদের আবেদন খারিজ করে দিয়েছ সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই দিনে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্য করা নিয়ে রাহুলকে সতর্কও করেছেন বিচারপতিরা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Ranjan Gogoi)-এর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, "রাহুল গান্ধির নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছে আদালত। তবে, ভবিষ্যতে মন্তব্য করার আগে তাঁর আরও সাবধান থাকা উচিত।"

রাফাল বিমান কেনায় দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, "সুপ্রিম কোর্টের রায়েও প্রমাণিত হল চৌকিদার চোর।" ফাঁস হয়ে যাওয়া রাফাল নথিকে প্রামাণ্য নথি হিসাবে স্বীকৃতি দিয়ে খতিয়ে দেখার কথা বলে সুপ্রিম কোর্ট। এই নথিকে ‘চুরি’ এবং ‘ব্যক্তিগত হস্তান্তর’ বলে যুক্তি দিয়েছিল কেন্দ্র। লোকসভা নির্বাচন প্রাক্কালে আমেঠিতে এক জনসভায় রাহুল এই বিতর্কিত মন্তব্য করেন। আরও পড়ুন: Sabarimala Review Plea Verdict:ফের অমীমাংসিত শবরিমালায় মহিলাদের প্রবেশের রায়, সাংবিধানিক বেঞ্চে মামলা পাঠাল সুপ্রিম কোর্ট

রাহুলের এই মন্তব্যে আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi)। সে সময় হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়ে নেনে রাহুল গান্ধি। কিন্তু তাঁর এই ব্যাখ্যায় খুশি হয়নি সুপ্রিম কোর্ট। মীনাক্ষী লেখির আইনজীবী মুকুল রোহতগি যথাযথ শাস্তি এবং জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সওয়াল করেন। কংগ্রেস প্রবীণ নেতা অভিষেক মনু সিংভি এবং কপিল সিবল রাহুলের হয়ে আদালতে সওয়াল করেন। তাঁরা আদালতকে বলেছিলেন, রাহুল একটা ভুল ধারণা হয়েছিল যে শীর্ষ আদালত সরকারকে মিথ্যাচারের জন্য দোষী সাব্যস্ত করেছে। তাই তিনি ভুল ধারণা থেকেই এই মন্তব্য করেছিলেন।