দিল্লি, ৯ জানুয়ারি: প্রায় আড়াই মাস আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন সূচনা শেঠ (Suchana Seth)। যেখানে অ্যাকোরিয়াম মাছেদের ছোঁয়ার চেষ্টা করছিল সূচনার ছোট্ট ছেলে। সেই ছবি পোস্ট করে সেখানে বেশ কিছু হ্যাশট্যাগ যোগ করেন সূচনা। কী ঘটতে চলেছে বলে সেই হ্যাশট্যাগে নিজের কথা লেখেন বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানির সিইও। এমনকী, ছেলের ছোটবেলায় যে যাদু আছে, হ্যাশট্যাগে সেই কথাও যোগ করেন সূচনা। তাহলে আড়াই মাস আগেই কি বছর ৩৮-এর সূচনা ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর জীবনে কী ঘটতে চলেছে, সে বিষয়ে? সূচনার ইনস্টাগ্রাম পোস্ট দেখে এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
গোয়ায় (Goa) একটি হোটেলের মধ্যে নিজেদের ৪ বছরের ছেলেকে সূচনা শেঠ নামে এক মহিলা খুন করেন বলে অনুমান পুলিশের। পুলিশ (Police)সূত্রে খবর, ওই মহিলা চেক আউটের সময় হোটেল কর্মীকে গাড়ি ডেকে দিতে বলেন। বেঙ্গালুরুর (Bengaluru) জন্য গাড়ি বুক করেন তিনি এবং সেখানকার উদ্দেশে রওনা দেন। এরপর সূচনা হোটেল থেকে রওনা দেওয়ার পর ঘর পরিষ্কার করতে গিয়ে সেখানকার কর্মীরা রক্তের দাগ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে। এরপর ওই মহিলা যে ঠিকানা দিয়েছিলেন হোটেলের ঘর বুক করতে,তা পরীক্ষা করে দেখা যায়, পুরো ভুয়ো।
খুনের অনুমান করতেই পুলিশ এরপর জোর কদমে গাড়ি চালকের সঙ্গে কথা চালায়। চালককে তাঁর গাড়ি থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। গাড়ি চালকের সহায়তার পুলিশ সূচনা শেঠ নামের ওই মহিলাকে গ্রেফতার করে এবং ছেলের দেহ উদ্ধার করা হয়। কী কারণে বছর চারেকের শিশুকে তার মা খুন করেন, সে বিষয়ে ধ্বন্দে পুলিশ। ঘটনার পরপরই এফআইআর দায়ের করে, সূচনাকে গ্রেফতার করা হয়।