নয়াদিল্লিঃ স্বপ্ন দেখেছিলেন ডাক্তার(Doctor) হবেন। সেই মতো শুরু করেন প্রস্তুতি। নিট পরীক্ষার(NEET Exam) প্রস্তুতির জন্য চলে আসেন কানপুরে(Kanpur)। ভর্তি হন একটি নামী কোচিং সেন্টারে(Coaching Centre)। সেখানেই যে তাঁর জন্য লুকিয়ে রয়েছে এত বড় বিপদ তা বোধ হয় আঁচ করতে পারেননি ওই পড়ুয়া। সেখানেই দুই শিক্ষকের লালসার স্বীকার হতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে কানপুরে। ২০২২ সালে কানপুরের একটি নামী কোচিং সেন্টারে ভর্তি হন নির্যাতিতা। এরপর ২০২৪ সালের শুরুতে ওই কোচিং সেন্টারের জীববিদ্যার শিক্ষক ওই পড়ুয়াকে তাঁর বাড়িতে ডেকে পাঠান। নির্যাতিতাকে বলা হয়েছিল, আরও অনেক পড়ুয়া থাকবেন সেখানে। সকলে মিলে একটি পার্টির আয়োজন করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, তিনি যখন ওই শিক্ষকের ফ্ল্যাটে পৌঁছন, গিয়ে দেখেন সেখানে তিনি ছাড়া অন্য কোনও পড়ুয়া নেই। অভিযোগ, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে পড়ুয়াকে অজ্ঞান করা হয়। তারপর তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিয়োও তুলে রাখা হয়। সেই ভিডিয়ো দেখিয়ে পরে নির্যাতিতাকে ব্ল্যাকমেইল করত ওই শিক্ষক এমনটাই জানিয়েছেন ওই পড়ুয়া। ভয় দেখিয়ে মাঝেমাঝেই তাঁকে ফ্ল্যাটে আটকে ধর্ষণ করা হত বলে অভিযোগ। এমনকী অভিযুক্ত শিক্ষকের ফ্ল্যাটে পার্টি থাকলেই এখানে ডাক পড়ত ওই পড়ুয়ার। সেখানে তাঁকে ধর্ষণ করেন কোচিং-এর রসায়নের শিক্ষক। অবশেষে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।
ফ্ল্যাটে আটকে নিট পরীক্ষার্থীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ২ শিক্ষক
Kanpur coaching teachers held for repeated rape, blackmail of NEET aspirant#KanpurNews #Kanpur #KanpurSexualAssault #CoachingCentre #BreakingNews
— The Theorist (@thetheorist_in) November 9, 2024