বেঙ্গালুরু, ১৯ অগাস্ট: কুকুরের (Stray Dog) কামড়ে মৃত্যু হল ৪ বছরের এক শিশুর (Child)। কুকুর কামড়ানোর ৪ মাস পর মৃত্যু হল ওই শিশুর। ৪ মাস লড়ে লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হেরে যায় ৪ বছরের শিশু। তারপরই তার মৃত্যু হয়। বেঙ্গালুরুতে (Bengaluru) এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। মৃত শিশুর নাম খাদিরা বানু।
খাদিরার মৃত্যুর সঙ্গে সঙ্গে ফের রাস্তার কুকুর এবং তাদের উৎপাত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেঙ্গালুরুতে যেভাবে রাস্তার কুকুরের উৎপাত বাড়ছে, তা নিয়ে বিভিন্ন সময় একাধিক প্রতিবাদ দেখা যায়। তবে তা নিয়ে কোনও সুরাহা হয়নি। আর তার জেরেই মাত্র ৪ বছরেই মৃত্যু হল খাদিরা বানু নামে ওই শিশুর।
রিপোর্টে প্রকাশ, খাদিরা শাস্ত্রি লেআউটের বাড়িতে থাকত। গত ২৭ এপ্রিল খাদিরা বানু যখন ঘর থেকে বেরিয়ে রাস্তায় খেলছিল, সেই সময় হঠাৎ করে কুকুরের হামলা হয় তার উপর। ছোট্ট খাদিরার হাতে, পায়ে, মুখে, কাধে কামড় বসায় রাস্তার কয়েকটি কুকুর। আশঙ্কাজনক অবস্থায় খাদিরাকে ভর্তি করা হয় হাসপাতালে।
তবে খাদিরার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। ফলে দেবনাগরীর হাসপাতাল থেকে বেঙ্গালুরুতে ইন্দিরা গান্ধী হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। তবে শেষ পর্যন্ত খাদিরাকে বাঁচানো যায়নি। কুকুরের কামড়ে রেবিস বা জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হয় খাদিরা বানুর।
সুপ্রিম কোর্টের রায়
সম্প্রতি দিল্লির রাস্তা কুকুর মুক্ত করতে হবে বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। রাস্তার কুকুরদের তুলে নিয়ে কেন ডগ শেল্টারে নিয়ে যাওয়া হবে, তাদের সঙ্গে কী করা হবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। যার জেরে ওই রায় বিবেচনাযোগ্য বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়।
সুপ্রিম কোর্টের রায় নিয়ে যখন জোর তরজা শুরু হয়েছে, সেই সময় রাস্তার কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় ফের তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে।