Dog Attacks Video (Photo Credit: X/Screengrab)

উদয়পুর, ১৯ অগাস্ট: ফের কুকুরের (Dog Attacks Video) হামলার ঘটনা সামনে এল। এবার রাজস্থানের (Rajasthan) উদয়পুর থেকে এমনই একটি হামলার ঘটনা সামনে আসে। যেখানে একসঙ্গে ৩টি (Stray Dog) কুকুর একটি শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তাকে কামড়ে, ছিঁড়ে খাওয়ার উপক্রম করে। ভয়ের চোটে শিশুটি (Child) চিৎকার শুরু করে। তারপর সে ছুটতে শুরু করে। তবে শিশুটি যতই ছুটতে শুরু করুক না কেন, কুকুরগুলিও তার পিছু নেয়।

শুধু তাই নয়, ছুটতে গিয়ে শিশুটি পড়ে গেলে, তার পা ধরে টানতে শুরু করে একটি কুকুর। ভয়ে, আতঙ্কে শিশুটি কান্নাকাটি শুরু করে। কোনওক্রমে সে সেখান থেকে পালাতে পারেনি। শিশুটি পড়ে গেলে, তার পা ধরে যখন কুকুরগুলি টানতে শুরু করে, সে অসহায়ের মত কাঁদতে থাকে।

মেয়ের কান্না কানে গেলে, হঠাৎ করেই তার মা সেখানে যান। এরপর ৩টি কুকুরকে ওই মহিলা প্রাণপনে বাচ্চার কাছ থেকে তাড়িয়ে তিনি মেয়েকে উদ্ধার করেন।

রাজস্থানের উদয়পুর থেকে এমনই একটি ভিডিয়ো সামনে আসার পর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।

দেখুন কীভাবে ছোট্ট মেয়ের মা ধরে টানতে শুরু করে রাস্তার কুকুর...

 

একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...

 

যা নিয়ে সুপ্রিম কোর্ট রাজধানীর রাস্তা সারমেয়-মুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনা করে দেখবে বলে জানায়।

আরও পড়ুন: Stray Dog Attacks Video: রাস্তার কুুকুর হামলে পড়ল, মুখে কামড় বসিয়ে রক্তাক্ত করে দিল বৃদ্ধকে, দেখুন ভিডিয়ো

তবে নিত্যদিন যেভাবে কুকুরের হামলার ঘটনা ঘটছে, যেভাবে রাস্তার কুকুররা হামলা চালাচ্ছে, তা সাধারণ মানুষের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।