Stray Dog Attack (Photo Credits: Wikimedia Commons)

হায়দরাবাদ, ১৬ সেপ্টেম্বর: রাস্তার কুকুরের (Stray Dog) কামড়ে মৃত্যু হল এক শিশুর (Child Death)। রেবিসে (Rabies) আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় বছর চারের ওই শিশুর। ঘটনাস্থল এবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুর। এবার গুন্টুর জেলার কার্তিক গ্রামে ওই শিশুর মৃত্যু হয় রেবিসে আক্রান্ত হয়ে। বছর চারের ওই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টে প্রকাশ, তরিশেট্টি রাজা এবং জ্যোতির ৪ বছরের ছেলেকে গত ১৫ দিন আগে রাস্তার কুকুর কামড় বসায়। সঙ্গে সঙ্গে ওই শিশুকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পন্নুরু সরকারি হাসপাতালে ওই শিশুকে ভর্তি করা হলে, ১৫ দিন পর থেকে আরও অবনতি হতে শুরু করে।

ফলে ওই ৪ বছরের শিশুকে পন্নুরু সরকারি হাসপাতাল থেকে বিজয়ওয়াড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। বিজয়ওয়াড়ার ওই সরকারি হাসপাতালেই মৃত্যু হয় বছর চারের শিশুর।

চিকিৎসকদের কথায়, হাসপাতালে ভর্তির পর থেকে ওই শিশুর শারীরিক অবস্থা পালটাতে শুরু করে। তখনই চিকিৎসকদের সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ওই সময়ই চিকিৎসকরা জানান, বছর চারের ওই শিশু রেবিসে আক্রান্ত।

দেখুন রেবিসে আক্রান্ত হয়ে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর চারের শিশু...

 

আরও পড়ুন: Bull Attack Video: মাঝ বয়সী ব্যক্তিকে শিংয়ে তুলে আছাড় মারল ষাঁড়, নিমেষেই মৃত্যু, দেখুন ভিডিয়ো

বেঙ্গালুরুর ঘটনা 

সম্প্রতি বেঙ্গালুরুতেও এক শিশুর মৃত্যু হয়। রেবিসে আক্রান্ত হয়েই ওই শিশুর মৃত্যু হয়। বেঙ্গালুরুর ওই ঘটনার পর এবার অন্ধ্রপ্রদেশের ওই শিশুরও মৃত্য়ু হল রেবিসের জেরে।

সুপ্রিম কোর্টের রায় এবং বিরোধিতা 

সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায়, দিল্লির রাস্তা থেকে কুকুরদের তুলে নিয়ে গিয়ে ডগ শেল্টারে রাখতে হবে। দিল্লির রাস্তায় যাতে কোনও কুকুর না থাকে, সে বিষয়ে দেওয়া হয় নির্দেশ। তবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশের বিরোধিতা শুরু করে একাধিক পশুপ্রেমী সংস্থা। এরপরই নির্দেশে বদল আনা হয় আদালতের তরফে।

সুপ্রিম কোর্ট জানায়, রাস্তার উপর কুকুরদের খাওয়ানো যাবে না। যদি কেউ রাস্তার উপর কুকুর খাওয়ান, তাহলে তাঁর জরিমানা হবে বলে স্পষ্ট জানানো হয়।