Vande Bharat Express (Photo Credit: Twitter)

ফের বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা। নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ডাউন ২২৩০২ (Vande Bharat Express 22302) বিহারের ডালখোলা-তেলতা রেল স্টেশনের মাঝে যাওয়ার সময় এক জায়গায় পাথর হামলার মধ্যে পড়ে। ট্রেনটির ৬ নম্বর কোচের ৭০ নম্বর বার্থে এসে লাগে পাথরের আঘাত।

কাটিহার রেল ডিভিশনের আরপিএফ-র পক্ষ থেকে জানানো হয় বলরামপুরে এই ঘটনা ঘটে। নিউ জলপাইগুড়ি থেকে বারসোই জংশনের মধ্যে বিহারের মধ্যে দিয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও পড়ুন-মানুষের হাড়ের গুঁড়ো খেলে হবে সন্তান! তান্ত্রিকের দাওয়াই স্ত্রীকে খাইয়ে জেলে স্বামী

দেখুন টুইট

গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। এরপর পয়লা জানুয়ারি থেকেই সাধারণ যাত্রীর জন্য খুলে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসের দরজা। বুধবার বাদ দিয়ে সপ্তাহে ৬ দিনই চলছে এই ট্রেন।

কিন্তু শুরু হওয়ার ৪ দিনের মধ্যেই বিতর্ক হয়েছিল যাত্রীদের জন্য চালু হওয়া হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দুষ্কৃতীদের মুর্হুমুর্হু পাথরের হামলায় ভেঙে যায় ট্রেনের কাচের দরজা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও দ্রুত হামলার জায়গা পেরিয়ে এগিয়ে চলতে শুরু করে বন্দে ভারত।