প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দিল্লিতে (Delhi) আবারও দুষ্কৃতী তাণ্ডব। ছিনতাইকারীদের হাতে আক্রান্ত ২ যুবক। যাঁদের মধ্যে একজন জাতীয় স্তরের ফুটবল খেলোয়াড় এবং রাজ্য স্তরের ক্রিকেটার। ছুরির আঘাতে আহত ২ জন ভর্তি হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে অমর কলোনি থানা এলাকার কালকা গড়ি গ্রামে। জানা যাচ্ছে, এক বৃদ্ধের মোবাইল ও টাকা ছিনতাই করার চেষ্টা করছিল একদল দুষ্কৃতি। তাঁদের বাধা দিতে গিয়েই আহত হন ২ যুবক। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানা পুলিশ।

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ২ যুবক

সূত্রের খবর, গতকাল রাত ১০টা নাগাদ এলাকারই এক বাসিন্দা রাস্তায় হাঁটছিলেন। তখন ৪-৫ জন অজ্ঞাত পরিচয়ের যুবক তাঁকে ঘিরে ধরে মারধর করতে থাকে। সেই সময় স্থানীয় দুই যুবক এই ঘটনা দেখে বৃদ্ধকে বাঁচাতে এদিয়ে আসে। আর তখনই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। দুষ্কৃতিরা তখন বাঁচতে ছুরি দিয়ে ২ যুবকের ওপর হামলা করে। একজনের পায়ে গুরুতর চোট লাগে এবং অপরজনের পিঠে চোট লাগে।

গ্রেফতার ২ অভিযুক্ত

এরমধ্যে বৃদ্ধের থেকে মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে বাকিরা চম্পট দিলেও ২ অভিযুক্তকে আটক করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে। আহতদের হাসপাতালে ভর্তি করালে একজনকে রবিবার সকালে ছেড়ে দেওয়া হয়। অপরজন ভর্তি রয়েছেন হাসপাতালে।