লকডাউনে দেশ (Photo Credits: PTI)

লখনউ, ১০ জুলাই:  হু হু করে বাড়ছে করোনাভাইরাস পজিটিভের সংখ্যা। সংক্রমণের এমন বাড়বাড়ন্ত দেখে আশঙ্কা যোগীর রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে লকডাউন (Lockdown)। ১০ জুলাই শুক্রবার রাত ১০টা থেকে লকডাউন শুরু হবে। চলবে ১৩ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত। উত্তরপ্রদেশে সরকারের তরফে জানা গিয়েছে, এই লকডাউন চলাকালীন রাজ্যের সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, দোকানপাট বন্ধ থাকবে। শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকান খোলা পাওয়া যাবে। এই লকডাউনে ট্রেন চলবে স্বাভাবিক নিয়মেই। মূলত উত্তরপ্রদেশে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশে একদিনে নতুন কোভিড রোগীর সংখ্যা পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আরও পড়ুন-Vikash Dubey Killed: কানপুরে ফেরার পথে পালানোর চেষ্টা, এনকাউন্টারে হত গ্যাংস্টার বিকাশ দুবে

সেদিন উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। উত্তরপ্রদেশে সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৩১ হাজার ১৫৬ জন মারণ রোগে আক্রান্ত। করোনায় মৃতের সংখ্যা এখন ৮৪৫। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী উত্তরপ্রদেশে এই মুহূর্তে সংক্রামিত ৯ হাজার ৯৮০ জন। তবে আশার খবর হল, রাজ্যে এখনও ২০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন।