লখনউ, ১১ এপ্রিল: করোনা প্রতিরোধে এবার রাজ্য জুড়ে টিকা উৎসব শুরু করছে উত্তরপ্রদেশ। আগামী ৪ দিন ধরে রাজ্য জুড়ে চলবে সাধারণ মানুষকে টিকা দেওয়ার কাজ। এমনই জানান উত্তরপ্রদেশের (UP) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
তিনি বলেন, যাঁদের বয়স ৪৫এর উপরে, তাঁরা ওই টিকা উৎসবে নিজেদের নাম নথিভুক্ত করে ভ্যাকসিন (Vccine) নিতে পারবেন। ৪৫-এর উপর যাঁদের বয়স, তাঁরা নিজেদের নিকটবর্তী ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি করোনার (Corona) টিকা যাতে আরও বেশি মানুষ নিতে পারেন, তার জন্য রাজ্য জুড়ে ৬ হাজার ভ্যাকসিন কেন্দ্র খোলা হয়েছে। মানুষকে সুস্থ রাখতেই করোনা ভ্যাকসিন কেন্দ্র রাজ্য জুড়ে খোলা হচ্ছে বলেও জানান যোগী।
Eligible people should join 4-day Tika Utsav. People above 45 can register themselves at their nearby vaccination centres to be part of the campaign. We are running vaccination drive at 6,000 centres: UP Chief Minister Yogi Adityanath pic.twitter.com/lyLXhVPk0l
— ANI UP (@ANINewsUP) April 11, 2021
আরও পড়ুন : COVID 19 : করোনা ঠেকাতে সাপ্তাহিক লকডাউন, যেন মরুভূমির চেহারা নিল মুম্বই
এদিকে করোনার (COVID 19) সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন রাজ্যের কোথাও সাপ্তাহিক লকডাউন আবার কোথাও নাইট কারফিউ চালু করা হয়েছে। সংক্রমণের মাত্রা যাতে প্রশমিত করা যায়, তার জন্যই গোটা দেশ জুড়ে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির তরফে।