কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল (Sashastra Seema Bal) ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে গতরাতে উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।দুপুরে তিনি এসএসবির (Sashastra Seema Bal) আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল সীমান্ত রক্ষাকারী সশস্ত্র সীমাবলের ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান শেষ করেই তিনি দিল্লি ফিরে যাবেন।
আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সশস্ত্র সীমা বলের শহিদদের শ্রদ্ধা জানিয়ে একটি টুইট বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন- সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবসে, আমি বাহিনীর সকল অমর শহীদদের অভিবাদন জানাই এবং সমস্ত কর্মী ও তাদের পরিবারকে শুভ প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাই।
ভারতের সশস্ত্র সীমা বল তাদের ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত নিরাপত্তা ও নজরদারিতে নিবেদিত সাহসী এস এস বি (SSB) জওয়ানদের প্রচেষ্টা প্রশংসনীয়।দেশের নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডকে সমানতালে গতি এনে দেশ গঠনে নিরন্তর অবদান রেখে চলেছেন সশস্ত্র সীমা বলয়ের বীর সেনারা
सशस्त्र सीमा बल के स्थापना दिवस पर बल के सभी अमर बलिदानियों को नमन करता हूँ और सभी कर्मियों और उनके परिजनों को स्थापना दिवस की शुभकामनाएँ देता हूँ। @SSB_INDIA ने अपने त्याग व शौर्य से राष्ट्ररक्षा और जनसेवा को सर्वोपरि बनाया है। सीमा सुरक्षा और निगरानी के लिए समर्पित SSB के वीर… pic.twitter.com/q1wh5B9Hvs
— (@AmitShah) December 20, 2024