ISRO To Launch Satellite CMS-01: আগামীকাল CMS-01 কমিউনিকেশন স্যাটেলাইটের উৎক্ষেপণ করবে ISRO
CMS-01 satellite (Photo: ISRO)

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বৃহস্পতিবার কমিউনিকেশন স্যাটেলাইট CMS-01 উৎক্ষেপণ করবে। শ্রীহারিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যেই ২৫ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে আজ দুপুর ২টো ৪১ মিনিটে। ইসরো জানিয়েছে, এটি তাদের ৫২তম PSLV ও ৭৭তম লঞ্চ ভেহিকেল মিশন।

PSLV-C50 মিশনের একমাত্র পেলোড হিসাবে বিকেল ৩.৪১ মিনিটে উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইটটি। টেলিভিশন, টেলি-শিক্ষা, টেলি-মেডিসিন এবং দুর্যোগ পরিচালন সহায়তা সহ টেলিযোগযোগ পরিষেবা সরবরাহ করবে এই স্যাটেলাইট। ১,৪১০ কেজি ওজনের CMS-01 স্যাটেলাইটটি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বর্ধিত-সি ব্যান্ডে পরিষেবা সরবরাহ করবে এবং এতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি লাক্ষাদ্বীপে উন্নত টেলিযোগাযোগ কভারেজ অন্তর্ভুক্ত থাকবে। এটি ভারতীয় মূল ভূখণ্ডেও উন্নত কভারেজ সরবরাহ করবে। আরও পড়ুন: Cabinet Approves Spectrum Auction: পরের দফার স্পেকট্রাম নিলামে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

গত নভেম্বরেই PSLV-C49 রকেটে চেপে পৃথিবীর কক্ষে পাড়ি দেয় অত্যাধুনিক স্যাটেলাইট EOS-01।