Srinagar: মরসুমের শীতলতম রাত শ্রীনগরে, মাইনাস ৩.৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা
Srinagar records season's coldest night. (Photo Credits: @mudashirali1/twitter)

শ্রীনগর, ১৫ ডিসেম্বর: ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। জম্মুতে-ও পড়ছে দারুণ ঠান্ডা। চলতি মরসুমে শীতলতম রাত দেখল জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর।গতকাল, মঙ্গলবার রাতে শ্রীনগরের (Srinagar) তাপমাত্রা (-)৩.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। গোটা এলাকা বরফের চাদরে ঢেকে যায়। যেখানে সোমবার শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম নেমেছিল(-)৩.৬ ডিগ্রিতে। তবে গতকাল, মঙ্গলবার রাতের তাপমাত্রা ভেঙে দিল চলতি মরসুমের আগের সব ঠান্ডার রেকর্ড। চারিদিকে যেদিকেই চোখ যায় বরফ  আর বরফ।

দেখুন টুইট

তবে শ্রীনগরের তাপমাত্রা শুনেই যদি কাঁপুনি দেয়, তাহলে বলা যাক উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় তাপমাত্রা মাইনাস ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। অমরনাথ যাত্রার জন্য পেহলগাঁওতে তৈরি হওয়া বেস ক্যাম্পে তাপমাত্রা নেমেছে মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। বড়দিনের আগে চলতি সপ্তাহান্তে জম্মু-কাশ্মীর জুড়ে আরও শীত পড়তে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আরও পড়ুন: দোদুল্যমানতায় দেশের করোনা গ্রাফ, চিন্তা বাড়িয়ে ঊর্ধ্বমুখী ওমিক্রন আক্রান্তের সংখ্যা

তবে এই শীতে তুষার, বরফের মাঝে সময় কাটাতে জম্মু-কাশ্মীরে যেভাবে পর্যটকরা ভিড় জমান এবার তেমনটা নেই। একে তো করোনার আতঙ্ক এখনও আছে, তার ওপর ওমিক্রমনকে নিয়ে কালো মেঘ। পাশাপাশি জম্মু-কাশ্মীর জুড়ে ফের সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। যাতে পর্যটকদের মধ্যে আশঙ্কা থাকছেই।