নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। সোমবার সারাদিনে দেশে করোনার কবলে পড়লেন (Coronavirus Cases India) ৬ হাজার ৯৮৪ জন। ওই একই দিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন ৮ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২৪৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্য়াক্টিভ কেস ৮৭ হাজার ৫৬২। এতদিনে কোভিডকে জয় করেছেন ৩ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৩১ জন। করোনার মৃত্যু মিছিলে শামিল ৪ লাখ ৭৬ হাজার ১৩৫ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণের আওতায় এসেছেন ১৩৪ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৪৮৩ জন।
করোনার দৈনিক পরিসংখ্যান
COVID-19 | India reports 6,984 new cases, 8,168 recoveries, & 247 deaths in the last 24 hours
Active cases: 87,562
Total recoveries: 3,41,46,931
Death toll: 4,76,135
Total vaccination: 1,34,61,14,483 doses pic.twitter.com/1Hsn8vh40G
— ANI (@ANI) December 15, 2021
মহারাষ্ট্রে (Maharashtra) ক্রমাগত বাড়ছে ওমিক্রন (Omicron)। মঙ্গলবার মুম্বইতে (Mumbai) ৭ জন করোনার (Corona) এই নয়া প্রাজতিতে আক্রান্ত। মুম্বইয়ের বাইরে আর কোথায় ওমিক্রন থাবা বসিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে আজ যাঁদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে, তাঁদের কোনও 'ট্রাভেল হিস্ট্রি' নেই বলে জানানো হয়। আজকের পরিসংখ্যান দিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮-এ।
এদিকে মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতেও নতুন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে মঙ্গলবার। ফলে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। প্রসঙ্গত গোটা দেশে ৪৯ জন এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত বলে খবর পাওয়া যায়। মহারাষ্ট্র এবং দিল্লির (Delhi) পাশাপাশি রাজস্থান এবং কর্ণাটকেও মেলে ওমিক্রন আক্রান্তের খোঁজ।