মুম্বই, ৯ এপ্রিল: করোনা বিপর্যয়ের দিনে বিশেষ ছাড়ের সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet)। গ্রাহকরা ৯৩৯ টাকায় ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। এমনকী সেই টিকিটের যে তারিখের তা বদলানোরও সুযোগ পাবেন। ১২ এপ্রিল পর্যন্ত মিলবে এই ছাড়ের সুযোগ। ২০২১-এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই টিকিট ভ্যালিড থাকবে। বিমান সংস্থাটি নিজেদের টুইটার হ্যান্ডলে এই অফার বিষয়ক পোস্টটি করেছেন। যাঁরা স্পাইসজেটের ওয়েবসাইট ও অ্যাপ থেকে টিকিট বুক করবেন, তাঁরা আরও বেশি ছাড়ের সুযোগ পাবেন। এই ‘হ্যাপি অ্যাট হোম সেলের’ অধীনে ঠিক কতগুলো আসন রয়েছে তা নিয়ে মুখ খোলেনি স্পাইসজেট।
করোনার কাঁটায় দেশে মৃতের সংখ্যা ১৬৬। একুশ দিনের লকডাউনের মাঝামাঝি সময়ে রয়েছে ভারত। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতেই চলছে লকডাউন। সেকারণেই লকডাউনের সময় সব ধরনের আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আরও পড়ুন-Kolkata: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সপ্তাহ শেষেই কলকাতায় পৌঁছাচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের ৪৫ হাজার বোতল
#SaleAlert! SpiceJet’s Happy At Home Sale is here! Book tickets starting at ₹939 & enjoy the freedom to reschedule them! Get extra 25% off on add-ons with promo code ADDON25 on https://t.co/PykmFjYcix, and extra 30% off with promo code ADDON30 on the SpiceJet app.⠀
T&C apply pic.twitter.com/reY7Ch8gyA
— SpiceJet (@flyspicejet) April 8, 2020
করোনার প্রকোপে বন্ধ বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে বৈদেশিক সহযোগীদের মতো ভারতীয় বিমান সংস্থাগুলিও কস্টকাটিং শুরু করেছে। ইন্ডিগো বিমান সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে পুরো বোর্ডজুড়ে বেতন কাটা হবে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সংস্থার কর্মীদের প্রাপ্য ভাতা বাতিল হয়েছে। কেবিনক্রু,ও এক্সিকিউটিভ পাইলটরা সেই ভাতা পাবেন।