নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে আজ (৯ জুলাই, ২০২৫) ইন্ডিয়া জোট বিহার বনধের ডাক দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে চলমান সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision Of The Voter List) এর বিরোধিতা করতে এই প্রথম একত্রিত হয়েছে বিরোধী জোট (INDIA Alliance)। তাঁরা দাবি করেছে যে এই সংশোধন রাজ্যের আট কোটি ভোটারের প্রায় ২০ শতাংশকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে, যা মূলত দরিদ্র ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উপর প্রভাব ফেলবে।
আজ সকাল থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর বিরুদ্ধে জোটের ডাকা 'বিহার বন্ধ' (Bihar Bandh)কে সমর্থন জানিয়ে মহাজোট নেতারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছেন পাটনা জেলার ৩০ নম্বর জাতীয় সড়কে। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে বিহারের এই প্রতিবাদে সামিল হয়েছে সব দল। নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে যোগ দিতে পাটনা (Patna) র উদ্দেশ্যে রওনা হয়েছেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)ও.
#WATCH | Congress MP and LoP Lok Sabha Rahul Gandhi leaves for Patna to join protests over electoral rolls revision in poll-bound Bihar pic.twitter.com/GvOyZCPMr9
— ANI (@ANI) July 9, 2025
ইন্ডিয়া জোটের নেতারা সম্প্রতি (২ জুলাই, ২০২৫) নির্বাচন কমিশনকে বিতর্কিত এই কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায় তাঁরা ৯ জুলাই বনধ পালনের সিদ্ধান্ত নেন। ব্লকের নেতারা বিশ্বাস করেন যে বিতর্কিত সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধন বিজেপির নির্দেশে ঘটছে এবং বিরোধীদের শক্তি প্রদর্শন সম্ভবত নির্বাচন কমিশনকে তাদের পদক্ষেপ পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
৩০ নম্বর জাতীয় সড়কে মানের বিধানসভা অংশে রাস্তা অবরোধ বিরোধীদের-
#WATCH| Mahagathbandhan leaders burn tyres and block roads supporting '' called by the alliance against the Special Intensive Revision (SIR) of the voter list in Bihar before the state Assembly Elections 2025.
Visuals from the Maner Assembly stretch of National… pic.twitter.com/rKunRsczRb
— ANI (@ANI) July 9, 2025