Akhilesh Yadav (Photo Credits: IANS)

আলিগড়, ৫ ফেব্রুয়ারি: 'আমরা ৪০০, ওরা বাকি ৩টে'। উত্তরপ্রদেশে ফল কী হতে চলেছে তা নিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মুখে শোনা গেল এমনই কথা। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে গোটা দেশের নজর। ভারতের সবচেয়ে বেশি লোকসভা আসন থাকা উত্তরপ্রদেশকে নিয়ে বলা হয়, ইউপি জিসকা, কুর্সি উসকা। সেই উত্তরপ্রদেশে আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ইউপি-তে কারা জিততে চলেছে তা নিয়ে চলছে নানা জল্পনা। আপনারা কটা আসনে জিতবেন? সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে এমন প্রশ্ন করা হলে, উত্তরপ্রদেশে শাসক দল বিজেপি-র প্রধান চ্যালেঞ্জার অখিলেশ হাসতে হাসতে আলিগড়ে বলেন, " মানুষের রাগ যেভাবে দেখছি তাতে  মনে হচ্ছে আমরা (এসপি-আরএলডি জোট) ৪০০টি আসনে জিতব, আর বাকি তিনটে পাবে বিরোধীরা।"

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে মোট ৪০৩টি বিধানসভা আসন আছে। অখিলেশ বারবার দাবি করছেন, এবার ইউপিতে বিজেপির হার নিশ্চিত, সরকার গড়বে সমাজবাদী পার্টি। তবে এবার অখিলেশের ৪০০ আসনে জয়ের দাবির পিছনে যুক্তির চেয়ে কটাক্ষ বেশি। আরও পড়ুন:  প্রথম দফায় ১৫ জন নিরক্ষর প্রার্থী, ১২৫ জন পড়েছেন ক্লাস এইট পর্যন্ত

দেখুন টুইট

কারণ প্রচারমাধ্যমে প্রায় সব এক্সিট পোলেই বলা হচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, সহজ জয় পেতে চলেছে বিজেপি। এসব এক্সিট পোল দেখিয়ে বিজেপি ভোটারদের প্রভাবিত করতে চাইছে বলে, নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অখিলেশ যাদবের দল। তাই এক্সিট পোল নিয়ে প্রশ্ন করা হলে অখিলেশ হাসতে হাসতে জানালেন, ৪০৩টি-র মধ্যে তারা ৪০০টি আসনে জিতবেন।

উত্তরপ্রদেশে ২০১৭ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৩১২টি আসনে, সেখানে সমাজবাদী পার্টি পায় মাত্র ৪৭টি আসন। ২০১২ বিধানসভা নির্বাচনে ২২৪টি আসনে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছিল সমাজবাদী পার্টি, মুখ্যমন্ত্রী হয়েছিলেন অখিলেশ যাদব। ২০১২ বিধানসভায় আবার বিজেপি মাত্র ৪৭টি আসনে জিতেছিল। ২০১২ বিধানসভায় প্রধান বিরোধী দল ছিল মায়াবতী বহুজন সমাজবাদী পার্টি (৮০টি আসন)।