UP Polls Phase I: প্রথম দফায় ১৫ জন নিরক্ষর প্রার্থী, ১২৫ জন  পড়েছেন ক্লাস এইট পর্যন্ত
Vote (File pic)

লখনউ, ৫ ফেব্রুয়ারি: আগামী বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভায় (Uttar Pradesh Assembly Elections 2022) প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই ৫৮টি বিধানসভা কেন্দ্রে মোট ৬১৫ জন প্রার্থী ভোটে লড়ছেন। যোগী আদিত্যনাথের রাজ্যে প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে ১৫ জন পুরোপুরি নিরক্ষর, ১২৫ জন প্রার্থীর অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। মনোনয়ন পত্র জমা করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখে জানা গেল, ৬৫ জন ক্লাস টেনের পর আর পড়াশোনা করেননি। তবে পাশাপাশি ১৮ জন ডক্টরেট ও ১০৮ জন পোস্ট গ্র্যাজুয়েটও আছেন।

উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা নির্বাচন হবে মোট সাত দফায়। প্রথম দফার ভোটগ্রহণ ১০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ ৭ মার্চ। ফল প্রকাশ ১০ মার্চ। আরও পড়ুন: রাস্তায় যানজটের কারণে মুম্বইয়ে বিবাহবিচ্ছেদ হচ্ছে, দাবি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রীর

উত্তরপ্রদেশে এবার মূলত দ্বিমুখি  লড়াই। শাসক দল বিজেপি-র প্রধান চ্যালেঞ্জ  সমাজবাদী পার্টি। যে সমাজবাদী পার্টিকে হারিয়ে গতবার, ২০১৭ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বনাম অখিলেশ যাদবের লড়াই। তবে বেশ কিছু আসনে বহুজন সমাজবাদী পার্টি জয়-পরাজয়ে ফারাক গড়ে দিতে পারে। কংগ্রেসেরও একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে। বেশ কিছু ছোট দলের ভোট, নির্দল প্রার্থী ও দলছুটদের ভূমিকাও উত্তরপ্রদেশের ফল এদিক-ওদিক করে দিতে পারে। সব দলই প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে। তবে প্রচারের বহরে বিজেপি বাকিদের টেক্কা দিচ্ছে। যদিও সমাজবাদী পার্টির মিটিং ভিড় চোখে পড়ার মতই হচ্ছে।