লখনৌ, ১৯ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি (Samajwadi Party)-র আসন সমঝোতার কথা তেমনভাবে এগোচ্ছে না। তার মধ্যে ফের উত্তরপ্রদেশে তাদের দলের ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। প্রথম দফায় ১৬টি-র পর এবার ইউপি-র ১১টি আসনে সাইকেল চিহ্নের প্রার্থীদের নাম ঘোষিত হল।
সমাজবাদী পার্টির দ্বিতীয় দফার তালিকায় বড় চমক বিএসপির গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির ভাই আফজল আনসারি। আফজলকে তাদের গড় গাজিপুর থেকে দাঁড় করাল এসপি। অপহরণের মামলায় সাংসদ মুখতার আনসারি এখন চার বছরের জেল খাটছেন। জেলের শাস্তি হওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়েছিল। এবার বিএসপি-র সাংসদ মুখতার কেন্দ্রে এসপি-র টিকিটে লড়বেন তার ভাই আফজল।
দেখুন এসপি-র দ্বিতীয় দফার প্রার্থী তালিকা
Samajwadi Party (SP) releases a list of 11 candidates for the upcoming Lok Sabha elections.
Afzal Ansari to contest from Ghazipur. pic.twitter.com/33CYmW6jhf
— ANI (@ANI) February 19, 2024
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির মনোজ সিনহা-কে ১ লক্ষ ২০ হাজার ভোটে হারিয়ে মায়াবতীর দল বিএসপি-র সাংসদ হন মুখতার আনসারি। সেই সময় এসপি, বিএসপি-র জোট প্রার্থী ছিলেন মুখতার। এবার মায়াবতী-অখিলেশরা আলাদা হয়ে লড়ছেন।
মুজফরনগরে অখিলেশ দাঁড় করালেন দাপুটে জাঠ নেতা হরেন্দ্র সিং মালিক। গতবার এই কেন্দ্রে জয়ন্ত চৌধুরীর আরএলডি-র প্রার্থীকে সমর্থন করেছিল সমাজবাদী পার্টি। এবার আরএলডি-র সঙ্গে হাত মিলিয়েছে। এবারও এখান থেকে প্রার্থী হওয়া নিশ্চিত বিজেপি সাংসদ সঞ্জীব বালানের। গতবার মাত্র ৭ হাজার ভোটে মুজফরনগরে জিতেছিলেন বিজেপি প্রার্থী। ৫ লক্ষ ৬৭ হাজার ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন আরএলডি-র প্রধান অজিত সিং (জয়ন্ত চৌধুরী সিংয়ের বাবা)।
গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে কংগ্রেসে যেখানে দ্বিতীয় হয়েছিল, সেই আম্বালা-তে প্রার্থী দিয়ে জোটের পথ জটিল করল এসপি। কংগ্রেসের সঙ্গে জোটের পথ তা হলে কি বন্ধ করে দিলেন অখিলেশ? যা নিয়ে সমাজবাদী পার্টির মুখপাত্ররা বললেন, উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে মাত্র ২৭টি-তে প্রার্থী দেওয়া হয়েছে, এখনও বাকি ৫৩টি-তে জোটের রাস্তা খুলে রাখা হয়েছে।
দেখুন খবরটি
#Breaking: Samajwadi Party (SP) releases a list of 11 candidates for the upcoming Lok Sabha elections.
SP has only declared candidates for 27 seats, while there are 80 seats in the state...- @anuragspparty tells @SagarikaMitra26 when asked about seat sharing with Congress… pic.twitter.com/GPUcY0eQEy
— TIMES NOW (@TimesNow) February 19, 2024
গত ৩০ জানুয়ারি সবার আগে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল রাজ্যের ১৬টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। SP-র প্রথম দফায় প্রার্থী তালিকায় দলের প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল ও ভাই অক্ষয়ের নাম ছিল। গত লোকসভা নির্বাচনে মায়াবতীর বিএসপির সঙ্গে জোট করে লড়ে, ভরাডুবি হয় সমাজবাদী পার্টির। শ্বশুর মুলায়ম সিং যাদবের কেন্দ্র মৈনপুরী ( Mainpuri Lok Sabha) থেকে লড়বেন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব। মুলায়েমের মৃত্যুর পর সেখান থেকে উপনির্বাচনে জিতেছিলেন ডিম্পল। অখিলেশের কাকার ছেলে অক্ষয় যাদব লড়ছেন ফিরোজাবাদ থেকে। ২০১৪ লোকসভা নির্বাচনে অক্ষয় যাদব এই কেন্দ্র থেকে জিতে সংসদ হয়েছিলেন। তবে ২০১৯ এ তিনি হেরে যান বিজেপির বিরুদ্ধে কাকা শিবলাল যাদব নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে ভালো ভোট কাটায়।
২০১৯ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি মাত্র ৫টি আসনে জয় পেয়েছিল। এবার বিজেপিকে দেশের ক্ষমতায় আসা থেকে রুখতে হলে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে ভালো ফল করতেই হবে।