লখনউ, ৭ ডিসেম্বর: কনৌজ যেতে পারেননি। ধরনায় বসে গ্রেপ্তার সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি আগেই ঘোষণা করেছিলেন, ৭ তারিখ থেকে উত্তরপ্রদেশ জুড়ে কৃষক অভিযান শুরু হবে। পায়ে হেঁটে, সাইকেলে, মোটর সাইকেল ও ট্র্যাক্টরে কৃষকরা যোগ দেবেন প্রতিবাদে। তাঁরা নয়া কৃষি আইনের বিরোধিতা করবেন। কনৌজে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে ‘কিষাণ যাত্রা’-র ডাক দিয়েও বাড়ির কাছেই আটকে পড়লেন অখিলেশ যাদব। পুলিশ তাঁকে পৌঁছাতে দিল না, অখিলেশের গাড়ি রুখে দিল উত্তর প্রদেশের পুলিশ। শেষপর্যন্ত পুলিশের ব্যারিকেড ভেঙে সমর্থক পরিবেষ্টিত অখিলেশ যাদব বাড়ির কাছেই লখনউয়ের বিক্রমাদিত্য মার্গে ধরনায় বসে গেলেন। বিজেপি সরকার যে নতুন তিনটি কৃষি আইন বলবৎ করেছে তার বিরোধিতায় কৃষকরা আন্দোলন করছে। আরও পড়ুন-COVID-19 on Frozen Food: এবার চিনের উহানে বিদেশ থেকে আনা ফ্রোজেন ফুডে মিলল কোভিডের জীবাণু
Samajwadi Party (SP) chief Akhilesh Yadav detained by Police. He was staging a sit-in protest after his vehicle was stopped by Police.
He was scheduled to visit Kannauj to stage a demonstration in support of farmers, agitating against Centre's #FarmLaws https://t.co/GTdcnFTd3m pic.twitter.com/owIOmWReHb
— ANI UP (@ANINewsUP) December 7, 2020
সেই আন্দোলনের সমর্থনে এদিন ১৩ কিলোমিটার কিষাণ যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল অখিলেশ যাদবের। কনৌজে কৃষকদের সমর্থনে প্রতিবাদে শামিল হয়ে ইতিমধ্যেই সমাজবাদী পার্টির শতাধিক কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ। অন্যদিকে দিল্লি হরিয়ানা সীমান্ত টিকরিতে কৃষক আন্দোলন আজ ১২ দিনে পড়ল। এর জেরে কৃষক সংগঠনগুলি আগামী কাল ভারত বনধ ডেকেছে। সাম্প্রতিক কালে কেন্দ্রের গৃহীত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই এই বনধ। এদিকে আগামী ৯ নভেম্বর বুধবার ফের কেন্দ্রের সঙ্গে ৬ দফার বৈঠকে বসতে চলেছেন কৃষক সংগঠনের নেতারা।