আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে সরব সমস্ত মহল। এই নিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ একাধিক রাজনৈতিক দল রাস্তায় নেমেছে। তবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মতে এই নিয়ে বিজেপির কোনওভাবেই রাজনীতি করা উচিত নয়। কারণ তাঁর মতে, পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী দল হলেও উত্তরপ্রদেশে সরকার রয়েছে তাঁদের। কিন্তু এই রাজ্যেও মহিলাদের ওপর অত্যাচার হয়, ধর্ষণের ঘটনা প্রায়দিনই সামনে আসে। কিন্তু কোনও পদক্ষেপ নেয় না যোগী সরকার। শনিবার অখিলেশ বলেন, আরজি কর হাসপাতালের ঘটনা আমরা সকলেই শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, ফলে উনি মহিলাদের দুঃখ, কষ্ট বোঝেন। আন্দোলনকারীদের সিবিআই তদন্তের দাবি ছিল, উনি সেটিও মেনে নিয়েছেন। তবে এই নিয়ে বিজেপির রাজনীতি করা শোভা পায় না। তাদের সরকার উত্তরপ্রদেশের মহিলাদেরই সম্মান রক্ষা করতে পারে না। দলিত সম্প্রদায় নিপীড়িত, লাঞ্ছিত। তাঁদের জন্য কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার। ফলে এইসব নিয়ে বিজেপির একদমই রাজনীতি করা উচিত নয়।
#WATCH | Rape-murder incident at Kolkata's RG Kar Medical College and Hospital | Samajwadi Party chief Akhilesh Yadav says, "Mamata Banerjee herself is a woman and understands the pain of a woman. She has taken action as per demand. The government has also decided to get the… pic.twitter.com/jeBK8Hkmz0
— ANI (@ANI) August 17, 2024