মুম্বই, ৬ মে: কোভিড (COVID 19) পরিস্থিতিতে ফের নিজের সাধ্যমতো কাজ শুরু করলেন সোনু সুদ। করোনার দাপটে বর্তমানে গোটা ভারতের যে অবস্থা, তাতে কেউ মন থেকে ভেঙে পড়বেন না। মন শক্ত করে রাখুন। তিনি এবং তাঁর সংস্থা কোভিড রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে শুরু করেছেন বলে জানান সোনু (Sonu Sood)।
সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশনের পেজে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে বাক্স ভর্তি একটি গাড়ি চোখে পড়ে। ওই গাড়িতে করেই সোনু সুদের সংস্থা প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় অক্সিজেন (Oxygen) সরবরাহ শুরু করেছে বলে জানান অভিনেতা (Actor)।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখ কি 'বাই সেক্সুয়াল'? অভিনেতার উত্তরে চমকে উঠবেন
দেখুন...
Stay strong India
Oxygen from my side is on your way @SonuSood pic.twitter.com/vglCFxBZwu
— Sood Charity Foundation (@SoodFoundation) May 6, 2021
সম্প্রতি হায়দরাবাদের একটি হাসপাতালে অক্সিজেন পৌঁছে দেয় টিম সোনু সুদ। হায়রাবাদের ওই হাসপাতালে অক্সিজেন পৌঁছতে না পারলে, সেখানে ২২ রোগীর প্রাণ বাঁচানো যেত না। হায়দরাবাদের ওই হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে মাঝ রাত থেকেই কাজ শুরু করে টিম সোনু সুদ। এরপর মঙ্গলবার মাঝ রাতেই পরপর ১৫টি অক্সিজেনের ব্যবস্থা করে ২২ জন কোভিড আক্রান্তরে