বেঙ্গালুরু, ২ জুলাই: ভরদুপুরে হঠাৎই বিকট শব্দে (Sonic Boom) কেঁপে উঠল বেঙ্গালুরু (Bengaluru) শহর। বেশ কয়েক সেকেন্ড ধরে সেই শব্দ শোনা যায়। কিন্তু কীসের শব্দ? তা নিয়ে হয়রান হয়ে পড়ে শহরবাসী। শব্দের কিনারা খুঁজতে নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। নেটিজেনরা অনুমান করতে থাকেন, কোনও বিমান ভেঙে পড়েছে হয়তো।
তবে এই প্রথমবার নয়, এর আগেও গতবছর মে মাসে এমনই ভরদুপুরে হঠাৎ জোরালো বিকট শব্দ শোনা যায়। স্থানীয় এক সাংবাদিক টুইট লেখেন,"দক্ষিণ বেঙ্গালুরুতে বিকট শব্দ শোনা যায়। ভারতীয় বায়ুসেনার কোনও বিমান কিনা তার খোঁজ চালানো হচ্ছে। এর আগে গতবছর মে মাসেও ঠিক এমনটা ঘটেছিল।" আরও পড়ুন, করিনার যোগা লুক, কটূক্তির মুখে অভিনেত্রী
That annual Bengaluru ritual where a loud sound shakes window panes and doors, which would late be identified as #SonicBoom, just happened. I’d like to believe it’s just someone farting with loudspeakers on. 😒
— Ajith Ramamurthy (@Ajith_tweets) July 2, 2021
Looks like another Sonic Boom in Bengaluru.. Last year there was one that was confirmed by IAF. https://t.co/qNT64Sdhit
— Raj Bhagat P #Mapper4Life (@rajbhagatt) July 2, 2021
Massive sonic boom, explosion type noise came. For couple seconds. #Bengaluru
— Shivam (@gujjutweeter) July 2, 2021
গতবছর এমনই বিকট শব্দাঘাত শোনা গিয়েছিল দক্ষিণ বেঙ্গালুরু শহরে। সেসময় বায়ুসেনার তরফে জানানো হয়, বিমানের পরীক্ষার কারণে বিকট শব্দ হয়। বিমান উচ্চতা পরিবর্তনের সময় গতি বাড়ানোর কারণে বিকট শব্দ সৃষ্টি হয়।