মুম্বই, ২ জুলাই: আন্তর্জাতিক যোগ দিবসে নীল পোশাকে ছবি শেয়ার করেন করিনা কাপুর খান। করিনার ছবি দেখে প্রশংসা করেন ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতো তারকারা। তবে করিনার (Kareena Kapoor Khan) যোগা লুক দেখে তাঁকে কটাক্ষও করেন অনেকে। করিনা 'বুড়ি' হয়ে গিয়েছেন বলে কেউ মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, করিনা নয়, যোগা লুকে করিনার 'ঠাম্মাকে' দেখতে পাচ্ছেন। কেউ আবার বলতে শুরু করেন, একেবারেই 'বুড়িয়ে' গিয়েছেন বেবো।
সবকিছু মিলিয়ে করিনা কপাুর খানের যোগা লুক নিয়ে সরগরম হয়ে ওঠে নেট পাড়া। যদিও করিনা এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।
View this post on Instagram
সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হন করিনা কাপুর খান। বিতর্কের ভয়ে দ্বিতীয় সন্তানের মুখ দেখানো তো দূরের কথা, তার নাম পর্যন্ত প্রকাশ করেননি তারকা দম্পতি। তৈমুরের (Taimur Ali Khan) নাম প্রকাশ্যে আসার পর যেভাবে তাঁদের একরত্তিকে আক্রমণ করা হয় বিভিন্নভাবে, তা যাতে পতৌদি এবং কাপুর পরিবারের এই বংশধরের সঙ্গে আর না হয়, সে বিষয়ে সচেতন করিনা কাপুর খান এবং সইফ আলি খান (Saif Ali Khan)।