Indira Gandhi 102th Birth Anniversary: ১০২তম জন্মবার্ষিকীতে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি থেকে সোনিয়া গান্ধী
ইন্দিরা গান্ধী (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ১৯ নভেম্বর: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (PM Indira Gandhi) ১০২তম জন্মবার্ষিকী ( Birth Anniversary)। সেই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেসের সভানেত্রী তথা তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee) সহ অন্যান্য বিশিষ্টরা। মঙ্গলবার সকালেই নিজের টুইটার হ্যান্ডেল (Twitter) থেকে পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানান তাঁরা।

১৯৬৬ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) মৃত্যুর পর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হন ইন্দিরা গান্ধী৷ ১৯৭১ সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷ তারপর ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত একটানা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই পর্যায়ে রাজন্য ভাতা বিলোপ, ব্যাঙ্ক জাতীয়করণের মত গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচী রূপায়ন করেন তিনি৷ ১৯৭৫ সালে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ জরুরি আইন জারি করেন৷ এজন্য অবশ্য বিশেষভাবে সমালোচিতও হন তিনি। ১৯৮০ সালে চতুর্থবারের মত নির্বাচনে বিজয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন৷ ১৯৮৪ সালে নিজের দেহরক্ষীদের (Security) হাতে মৃত্যুবরণ করেন৷ আরও পড়ুন: Avalanche Strikes In Siachen Glacier: সিয়াচেনে ভয়াবহ তুষার ধসে নিখোঁজ ৮ সেনাকর্মী, ঘটনাস্থলে উদ্ধারকারী দল

এদিন দিল্লির (Delhi) শক্তিস্থলে ইন্দিরা গান্ধীর স্মারকে ফুল (Flower) দিয়ে শ্রদ্ধা জানান সোনিয়া। এছাড়াও মনমোহন সিং, প্রণব মুখার্জি সহ কংগ্রেসের নেতানেত্রীরা ইন্দিরা গান্ধীর স্মৃতিফলকে শ্রদ্ধা জানান। টুইটারে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, 'আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জি'র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।'