হরিয়ানায় মদ্যপ অবস্থায় শ্বশুরকে পিটিয়ে খুন করল জামাই। ঘটনার পর ঝাড়খণ্ডে পালাতে গিয়ে দিল্লি স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত। জানা যাচ্ছে, গত সোমবার ঘটনাটি ঘটার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে ১৩ রেল পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। পরবর্তীকালে গুরুগ্রাম পুলিশ (Gurugram Police) হেফাজতে নেয় অভিযুক্তকে। জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত প্রভাত কমল। অন্যদিকে মৃত মিলন টোপো নামে ওই বৃদ্ধের দেহ পাঠানো হয়েছিল ময়নাতদন্তের জন্য। রিপোর্টে উঠে এসেছে বেধড়ক মারধর করার জন্য মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

বচসা থামাতে গিয়ে খুন বৃদ্ধ

জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের বাসিন্দা প্রভাত কমল কর্মসূত্রে গুরুগ্রামে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন। আর ওই এলাকাতেই যুবকের শ্বশুরবাড়িও ছিল। অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় স্ত্রীয়ের ওপর অত্যাচার চালাতেন প্রভাত। সেই কারণে মধ্যস্থতা করতে আসতে হত মিলনকে। গত ১২ মে রাতে একই অবস্থা হয়েছিল। সেদিন ঝগড়া্ থামাতে গিয়ে প্রভাতের সঙ্গে বচসায় জড়াল মিলন। তথনই রাগের মাথায় মিলনের ওপর হামলা চালায় যুবক।

স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে স্ত্রী

ঘটনার পর তড়িঘড়ি বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় প্রভাত। এরপর অভিযুক্তের স্ত্রী থানায় গিয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অবশেষে বুধবার সকালে দিল্লি স্টেশন থেকে গ্রেফতার করা হয় প্রভাতকে।