লখনউ, ১৩ জানুয়ারি: মাঝে মাঝেই বিতর্কিত মন্তব্য করেই তিনি খবরের শিরোনামে থাকেন। তিনি উত্তরপ্রদেশের বিজপি নেতা সংগীত সোম (Sangeet Som)। আবারও বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের মেরঠ জেলার সরধনা কেন্দ্রের বিধায়ক বলেন, যে সকল মুসলিমদের ভারতের তৈরি ভ্যাকসিনে আস্থা নেই, তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত৷ কয়েকজন মুসলমানের দেশের বিজ্ঞানীদের ওপর বিশ্বাস নেই। তিনি বলেন, “দুর্ভাগ্যক্রমে কয়েকজন মুসলমানের দেশের বিজ্ঞানী ও পুলিশের ওপরে বিশ্বাস নেই। প্রধানমন্ত্রীর প্রতিও তাঁদের বিশ্বাস নেই। তাঁদের পাকিস্তানের প্রতি আস্থা আছে এবং তাঁরা সেখানে যেতে পারেন।"
নতুন বছরের শুরুতেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) দু'টি করোনা ভ্যাকসিনকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একটি হল কোভিশিল্ড ( Covishield), আরেকটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। ১৬ জানুয়ারি থেকে দেশ শুরু হবে টিকাকরণের কাজ। ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যে ভ্যাকসিন পাঠানোর কাজ চলছে। যদিও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই কেন কোভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস ও অন্য বিরোধী দলের কয়েকজন নেতা। তারই জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছেন সংগীত সোম। আরও পড়ুন: Covaxin: কোভ্যাক্সিন ব্যাকআপ, সংক্রমণ বাড়লেই দেওয়া হবে; ভ্যাকসিন বিতর্কে জানালেন AIIMS ডিরেক্টর রণদীপ গুলেরিয়া
অতীতেও সোম একইভাবে বিতর্কিত মন্তব্য করেছেন। নতুন কৃষি আইন নিয়ে চলমান কৃষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি দাবি করেছেন যে আন্দোলন মঞ্চে যারা রয়েছে তারা কেউই কৃষক নয়। বরং তারা কৃষক বিরোধী।