Punjab: দুই পায়ে ২ ভিন্ন মানুষ, আসন্ন নির্বাচনে একক না পৃথক ভোটার যমজ ভাই?
১৪ বছর বয়সের সোহনা মোহনা (Photo Credits: YouTube)

চণ্ডীগড়, ২৮ জুন: জন্ম থেকে জুড়ে আছে দুইভাই সোহনা ও মোহনা (Sohna and Mohna)৷ জুড়েজুড়েই তারা ১৮-র গণ্ডী ছুঁয়ে ফেলল৷ অমৃতসরের ভোটার তালিকায় এবার তাদের নাম উঠে গেল৷ দুজনেই চাইছে পৃথক ভোটাধিকার, তবে তা আদৌ সম্ভব কি না সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷ সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন এই খবর জানিয়েছে৷ এই প্রসঙ্গে ডিসি গুরপ্রীত সিং খারিয়া জানিয়েছেন, তারা পৃথক নাকি একজন ভোটার হিসেবে চিহ্নিত হবে তা ঠিক করবে নীর্বাচন কমিশনের নীতিমালা৷ কারণ ভোটাধিকার প্রয়োগের সময় শুধু যিনি ভোটার তিনিই ঘটানস্থলে থাকতে পারবেন৷ বাবা-মা ফেলে গিয়েছিল, পরিত্যক্ত জোড়া ভাইকে দত্তক নিয়েছিলেন স্থানীয় পিঙ্গলওয়ারা সোসাইটির প্রধান ইন্দরজিৎ কৌর৷  আরও পড়ুন-Bank Remain Closed For 15 days: জুলাই মাসে ব্যাংক বন্ধ থাকবে ১৫ দিন, কেন জানেন?

তিনি বলেন, এই যমজ ভাইয়ের স্বভাবচরিত্রের মধ্যে কোনও মিল নেই৷ বৈদ্যুতিক সরঞ্জামের প্রযুক্তিগত দিক নিয়ে দুজনেই এখন আইটিআই-তে পড়াশোনা করছে৷ আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ দুই ভাই ১৮ পেরিয়েছে৷ তাই প্রথমবারের জন্য ভোটাধিকার প্রয়োগে তারা বিশেষ আগ্রহী৷ ২০০৩-এ দিল্লির এক হাসপাতেল জন্ম হয় সোহনা মোহনার৷ কোমরের নিচ থেকে এই যমজভাই জুড়ে আছে৷