নয়াদিল্লিঃ দুই সন্তানকে খুন(Murder) করে আত্মঘাতী(Suicide) দম্পতি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর(Bengaluru) সদাশিবনগরে। ঘরে এসে চারজনকে মৃত অবস্থায় পায় পরিচারিকা। খবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অনুপ, বয়স ৩৮। অনুপের স্ত্রী রাখি(৩৫)। অনুপ পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। একটি বহুজাগতিক সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন।
বেঙ্গালুরুতে সন্তানদের খুন করে আত্মঘাতী দম্পতি
পরিচারিকার বয়ান অনুযায়ী, অনুপ এবং রাখির প্রথম সন্তান বিশেষভাবে সক্ষম হওয়ায় তাকে নিয়ে চিন্তায় থাকতেন ওই দম্পতি। সে সব কারণেই কী এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তাঁরা? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অনুপ এবং রাখির মোবাইল। ওই মোবাইল ফোন দুটি পর্যবেক্ষণ করা করা হচ্ছে। দুই সন্তানের খাবারে বিষ মিশিয়ে নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এই দম্পতি এমনটাই পুলিশ সূত্রে খবর।
দুই সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি
Bengaluru Shocker: Software Professional, Wife Die by Suicide After Killing Their 2 Children in Karnataka https://t.co/lzGobXOFq6#Bengaluru #Suicide #Karnataka #Murder
— LatestLY (@latestly) January 6, 2025