ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্স। ইউটিউব, ফেসবুকেও যথেষ্ট জনপ্রিয় গুজরাটের সুরাটের (Surat) বাসিন্দা কৃতি প্যাটেল। সেই জনপ্রিয়তার আড়ালে তোলাবাজির মতো অপরাধমূলক কাজও চালিয়ে যাচ্ছিল সে। এক বিল্ডারকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে ২ কোটি টাকার দাবি করেছিল সে। এমনকী সেই টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছিল সে। পুলিশে অভিযোগ জানানোর পর তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কৃতি। অবশেষে বুধবার ফোনের লোকেশন ট্র্যাক করে আহমেদাবাদের সারখেজ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

বিল্ডারের থেকে টাকা হাতানোর চেষ্টা

জানা যাচ্ছে, গত ১১ মাস ধরে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও এই চক্রের বাকি ৪ সদস্য এখনও পলাতক। অভিযোগ, ভাজু কাত্রোদিয়া এবং বিজয় সাভানি নামক দুই ব্যক্তির মধ্যে একটি সম্পত্তি নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে আইনি মামলা চলছিল। সেই সময় সাভানি কৃতির সঙ্গে ষড়যন্ত্র করে বিল্ডার্স কাত্রোদিয়াকে ফাঁসায়। তরুণী কাত্রোদিয়ার সঙ্গে একটি ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে চাপে ফেলার চেষ্টা করে। তাঁর থেকে ২ কোটি টাকা দাবি করা হয়।

গ্রেফতার অভিযুক্ত

কাত্রোদিয়া ২০২৪-এর ২ জুন কাপোদারা থানায় কৃতি, বিজয় সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তবে তখন থেকে পলাতক ছিল তরুণী। গুজরাটের বিভিন্ন এলাকায় তাঁর লোকেশন পাওয়া যেত। কখন আইপি অ্যাড্রেস পরিবর্তন করত, কখনও ফোন বা সিম পাল্টে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরাত সে। অবশেষে বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।