Snake Venom Case: Elvish Yadav-এর সহযোগী বলে পরিচিতদের কাছে থেকে উদ্ধার সাপের দাঁত, বিষ গ্রন্থি নেই, বলছে রিপোর্ট
Elvish Yadav (Photo Credit: Instagram)

দিল্লি, ৮ নভেম্বর: জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবের সহযোগী বলে দাবি করা যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাপ। এলভিসের সঙ্গীদের কাছ থেকে যে সাপ উদ্ধার করা হয়েছে, তাদের বিষ গ্রন্থি যেমন নেই, তেমনি দাঁতও নেই। এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এলভিসের সঙ্গীদের কাছ থেকে যে ৯টি সাপ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে ৯টির  দাঁত এবং বিষ গ্রন্থি নেই বলে খবর। যে সাপগুলিকে উদ্ধার করা হয়েছে নয়ডার ওই রেভ পার্টি থেকে, তাদের সবকটিকে সুরজপুরের জলাভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

সাপের বিষ দিয়ে নেশার অভিযোগে এলভিস যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার এলভিসকে পাঠানো হয় নোটিশ। নির্দিষ্ট সময়ের আগে এলভিস থানায় হাজির হন। ক্যামেরার নজর এড়াতেই এলভিস যাদব সময়ের আগে থানায় হাজির হন। থানায় হাজির হতেই এলভিস যাদবকে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনে তাঁকে আবার ডাকা হবে বলে পুলিশ সূত্রে খবর।