উত্তরপ্রদেশ, ১৪ মে: হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিয়েছিল। তবে বাড়ি আর ফেরা হল না, পথেই বেপরোয়া বাসের চাকায় পিষে মৃত্যু হল ৬ জন পরিযায়ী শ্রমিকের। বুধবার গভীররাতে মর্মান্তিক দু্র্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর-সাহারানপুর রাজ্য সড়কের (Muzaffarnagar-Saharanpur Highway) উপরে। দুর্ঘটনার ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে ঘালাউলি চেকপোস্ট। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় বাসচালকের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করেছে স্থানী থানার পুলিশ। তবে পরিযায়ী শ্রমিকদের উপরে হওয়া দুর্ঘটনার এটাই প্রথম নয়। গত সোমবার মধ্যপ্রদেশের নরসিংহপুর গ্রামের কাছে একটি আম বোঝাই ট্রাক উল্টে গেলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ট্রাকেই ছিল ২০ জন পরিযায়ী শ্রমিক।
এদিকে ট্রাক উল্টে পড়ায় ঘটনাস্থলেই ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। বাকি ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এক শ্রমিকের শরীরে মারণ ভাইরাস মেলায় বাকিদেরও কোভিড-১৯ টেস্ট করানো হয়। অন্যদিকে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের জৌনপুর পর্যন্ত রাস্তা অটোয় চড়ে বাড়ি ফিরছিলেন এক দল শ্রমিক। সেই দলটিতে ছিলেন এক মহিলা ও তাঁর মেয়ে। বাড়ির কাছাকাছি এসেই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় উল্টে যায় অটো, দুর্ঘটনায় মৃত্যু হয় মা ও মেয়ের। আরও পড়ুন- Nirmala Sitharaman: করোনার গ্রাসে মুহ্যমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৩ লক্ষ কোটির ঋণ প্যাকেজ ঘোষণা নির্মলা সীতারমণের
6 migrant workers who were walking along the Muzaffarnagar-Saharanpur highway killed after a speeding bus ran over them late last night, near Ghalauli check-post. Case registered against unknown bus driver. pic.twitter.com/s81e7gpYkH
— ANI UP (@ANINewsUP) May 14, 2020
দেশের নানা প্রান্তে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন ঘর ফিরতি শ্রমিকরা। কখনও হাইওয়ের ধারে ভাত খেতে বসা শ্রমিককে পিষে দিচ্ছে বাস, কখনও রেললাইনের উপরে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়া শ্রমিকদের উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেনের চাকা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৭ জন অভিবাসী শ্রমিককে পিষে মেরে ফেলে এক মালগাড়ি। ওই শ্রমিকরা পায়ে হেঁটে মহারাষ্ট্রে তাঁদের কর্মস্থল থেকে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রদেশে তাঁদের বাসস্থানে ফিরছিলেন। তাঁরা এতটাই ক্লান্ত ছিলেন যে, রেললাইনের উপরেই রাত কাটাতে শুয়েছিলেন এবং ট্রেনের আওয়াজও শুনতে পাননি।