টানা ৭২ ঘণ্টা ধরে বৃষ্টি। যার জেরে কার্যত বিপর্যস্ত জম্মু কাশ্মীর। বৃষ্টির দোসর হয়েছে ভূমিধস। যার জেরে বহু এলাকার সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। দুর্যোগের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা। বৃষ্টিজনিত কারণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ বহু।
শুধু জম্মু কাশ্মীরই নয়, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জলের তলায় উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, দিল্লি-সহ গুজরাট। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী কয়েকদিনে দুর্যোগের পরিমাণ আরও বাড়বে। সেই কথা মাথায় রেখেই আপাতত স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। সোমবার বৈষ্ণোদেবী যাওয়ার পথে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের সামনে ধস নামে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। আর হড়পা বানের কবলে পড়ে প্রাণ গিয়েছে আরও ২ জনের। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে সেনা। নীচু এলাকার মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড জম্মু কাশ্মীর, মৃত্যু ১০ জনের, নিখোঁজ বহু
Nature Power at Display Again. Jammu battered with Heavy Rains leading to Massive Flooding and Landslide killing 10 at least and suspending Vaishno Devi Yatra pic.twitter.com/bbYd0RwYBN
— Mumbai Nowcast (@s_r_khandelwal) August 26, 2025