ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ জুলাই: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৪৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৫ হাজার ৫২২ জন। তাঁর মধ্যে এখন চিকিৎসা চলছ ৪ লাখ ৬৭ হাজার ৮৮২ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। দেশের মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬৩ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health & Family Welfare) বুলেটিনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৪২ হাজার ৩১ নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে সরকারি ল্যাবগুলিতে ৩ লাখ ৬২ হাজার ১৫৩ টি নমুনা পরীক্ষা হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। অন্যদিকে প্রাইভেট ল্যাবগুলিকে একই দিনে ৭৯ হাজার ৮৭৮টি পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: COVID-19 Tests: এক দিনে সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় ৪ লাখ ২০ হাজারেরও বেশি টেস্ট দেশে

করোনাভাইরাস মহামারীতে দেশের মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। জানুয়ারিতে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সময় ১৩০ কোটি দেশবাসীর জন্য মাত্র একটি ল্যাব ছিল, যেখানে করোনাভাইরাসের পরীক্ষা করা হত। কিন্তু ৬ মাসের মধ্যে ল্যাবের সংখ্যা বেড়েছে দেশে। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশে ১ হাজার ৩০১টি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে।